নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সড়কের পাশে নাম না জানা একটি লতানো গাছ
সে গাছের ফোটা হলুদ ফুল,কেন জানি আমার
নজর কাড়ল, হলুদ ফুলটা দেখে মনে হল
আমার প্রেয়শীর মাথায় যদি ফুলটা গুজে দিতে পারতাম?
কি মায়া,সেই ফুলে, ঠিক যেমন আমার প্রেয়শী প্রতিদিন
বিকাল বেলায় হলুদ শাড়ি পড়ে তার দৃষ্টিযুগল আমার দিকে
নত করে। বলে...ভালবাসি তোমায়...!!!
২৩ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৪৬
মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ...@...মুমু পাখি...!!!
©somewhere in net ltd.
১| ২১ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২১
মুমু পাখি বলেছেন: সুন্দর, ভালো লিখেছেন।