নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখেছিলাম তোমায় নিয়ে অনেক কবিতা
কবে যেন মুছে গেছে আমার হৃদয় থেকে সবই তা...!
কেন এত দুঃখ দিলে তুমি আমায়?
এ মনের ব্যথা সারাক্ষণ আমাকে কাঁদায়...!
তুমি চলে যাবে আমায় ছেড়ে আগেই বললে না কেন?
এই নাটক/অভিনয় শুধুই মিছে হেন...!!!
আমার মন নিয়ে এই খেলা না খেললেও পারতে
তোমার সাথে যদি এমন হতো তুমি কি মানতে...???
চলে গেছ আমায় ছেড়ে ফিরবে না কভু
ভাল থেক বন্ধু, তোমায় ভাল যেন রাখে প্রভু...!!!
২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:২৯
মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ @ কাজী ফাতেমা...! দুঃখ সকলেই বোঝে না...আপনিই বুঝলেন...আবারও ধন্য হলাম...!!!
২| ২৫ শে জুলাই, ২০১৬ রাত ১:৩৫
শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর হয়েছে
২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:১০
মাকার মাহিতা বলেছেন: সুন্দর মন যাদের থাকে তারাই শুধু সুন্দরকে সুন্দর বলতে পারে...!!! আসলে সুন্দরের ভক্ত সবাই...
আমার এই ক্ষুদ্র প্রয়াস যে আপনার ভাল লেগেছে তাতে আমি আনন্দে আত্মহারা...!!!
মাকার মাহিতা ব্লগে আপনাকে স্বাগতম...!!!
ধন্যবাদ শাহরিয়ার কবীর...!!!
©somewhere in net ltd.
১| ২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: বিষাদের কবিতা ভাল লাগল