নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্ষমতা এখন আমার হাতে,আমার সাথে তুলনা কার?
আমি যা বলব তাই হবে, আমার কথায় চলবে দেশ,
আমি আমাকে নিয়ে চিন্তায় মশগুল, যাক না চলে সবাই নিরুদ্দেশ!
আমি আমার মনের মত বিচার করি, এতে যায় যাক না লাখো নিরাপরাধ প্রাণ!
আমিই এখন দেশের কর্ণধার, দেশের ভালমন্দ বিচার করব আমিই,
আমার মতের সমালোচনা কেউ করতে পারবে না,
সমালোচনা করলে মেলবে চৌদ্দশিকের কারাগার!
সুন্দরবনের ক্ষতি আমি হতে দেব না, কিন্তু
প্রতিবেশীর স্বার্থে রামপালে হবে বৈদ্যুতিক কেন্দ্র
এতে হয় হোক না ক্ষতি প্রাকৃতিক পরিবারের!
প্রতিদিন অনেক বেওয়ারিশ মানুষ মরছে পথে ঘাটে
গ্রাম গঞ্জ শহরে, এতে আমার দেখার ই বা কি আছে?
দেশের মানুষ হোক না মরে একাকার, কিন্তু
কে নেবে প্রতিশোধ আমার বাবার হত্যার,
কারণ আমি দেশের কর্ণধার, বাবার হত্যার প্রতিশোধ
নিতেই হবে আমাকে, এতে যায় যাক না প্রাণ সবার,
দেশের সকল জনগণের। তাতে যায় আসে না কিছুই আমার।
আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও প্রতিশোধ নেব আমার বাবা হত্যার।
প্রয়োজনে দেশটাকে বিক্রি করে দেব, প্রণাম করব দাদাদের,শতবার।
কারণ আমিই সব,আমিই দেশের কর্ণধার,
আমাকে মোকাবেলা করবে,এমন সাধ্য কার বাবার।
৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:০১
মাকার মাহিতা বলেছেন: আমার কোন ক্ষমতাই নাই...! বর্তমানে সর্ব ক্ষমতার অধিকারী মাননীয়...! সেহেতু আমার এই অপারগতার জন্য দুঃখিত @ দ্যা ফয়েজ ভাই।
২| ৩০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১২
হাতুড়ে লেখক বলেছেন: কোন মন্তব্য নাই!
৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:০৪
মাকার মাহিতা বলেছেন: কেন ভাই...?
৩| ৩০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪১
শাহিন-৯৯ বলেছেন: ১০০% সঠিক কথা বলেছেন।
৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:০৫
মাকার মাহিতা বলেছেন: সঠিক কথা বলতে ভয় লাগে।
©somewhere in net ltd.
১| ৩০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০০
দ্যা ফয়েজ ভাই বলেছেন: ভালো লাগলো।।।
আপনার এত ক্ষমতা আমারে কিছু ক্ষমতা দিলে উপকৃত হইতাম।