নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের সকল কথাগুলো যদি আরও গুছিয়ে লেখতে পারতাম...

মাকার মাহিতা

কবি হবো...

মাকার মাহিতা › বিস্তারিত পোস্টঃ

পবিত্র সুবাস

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৫



ফজর নামাজ পড়ি না সেই কত দিন হলো
দেখি না সেই কাক ডাকা ভোর
শরীরে লাগে না সেই স্নিগ্ধ হিমেল হাওয়া
খুব সকালে নদীর পাড়ে হয় না যাওয়া,
কত দিন হলো ঘ্রাণ পাই না,পড়ে থাকা শিশির ভেজা
বকুল ফুলের সুবাস, অনুভব করি না সকালের সেই
পবিত্র আমেজ, যখন দাদু আমার বলতো ডেকে
কিরে রাহাত, নামাজ কি পড়েছিছ...?
এই বলে, দাদু আমায় হালকা খুনসুটি মারত,
কি মায়াময় ছিল সেই খুনসুটি,
দাদুর কথা মনে হলে এখনো চোখের কোনে জল আসে,
নিরবে কাঁদি, আর মনে করি হায়...
জানি ফিরে পাব না মোর দাদু কে,
ফিরে পাব না স্নিগ্ধ সকালের সেই
পবিত্র অনুভূতি।
আমি এখন আর সকালে উঠি না, উঠতে পারি না,
কারণ আমি উঠতে উঠতে সূর্যি মামা উঠে যায়,
উনার আলো আমার মুখে পড়লে আমার ঘুম ভাঙ্গে,
মামা মনে হয় আমাকে গালি দেয়, বলে...
কি রে রাহাত... তোর দাদু নাই তো কি হয়েছে,
আমি আছি না। উঠ, তুই তো জানিস সকালের
পবিত্র অনুভূতি কেমন, আর হেলা করিস নে ভাগ্নে।
অনেক দিন পর আমার আবার দাদুর কথা মনে হল,
এবার ভাবছি না আর আলসেমি করব না,
দাদুর মত সূর্য উঠার আগে আমিও উঠব,
নামাজ পড়ে হাঠব, নেব সকালের সেই তাজা ফুলের সুবাশ,
এবার দোয়েল পাখি কে বলব, আমি যদি না উঠতে পারি তবে
তুমি আমায় ডেকে দিও প্লিজ...!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৪১

অঞ্জন ঝনঝন বলেছেন: ভোরবেলা কাটে ঘুমিয়ে ঘুমিয়ে সূর্যোদয় দেয় যে ফাঁকি... কতদিন সূর্যোদয় দেখিনা!!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৬

মাকার মাহিতা বলেছেন: যথার্থই বলেছেন @ অঞ্জন ঝনঝন...! পোষ্টে মন্তব্যের জন্য ধন্যবাদ...!!

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৩

খায়রুল আহসান বলেছেন: কাঁক ডাকা ভোর -- কাক এর উপর কি চন্দ্রবিন্দু হয়?
এরকম আরো কিছু টাইপো রয়েছে, যা সম্পাদনা করে নিলে ভাল হয়।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৬

মাকার মাহিতা বলেছেন: ভুল ধরে দেবার জন্য আপনাকে ধন্যবাদ @ খায়রুল আহসান। আশাকরি আগামী দিন গুলোতে আমার পাশে থাকবেন।

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পড়ে ভালো লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.