নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের সকল কথাগুলো যদি আরও গুছিয়ে লেখতে পারতাম...

মাকার মাহিতা

কবি হবো...

মাকার মাহিতা › বিস্তারিত পোস্টঃ

নদী মাতৃক দেশ

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৭

হাওড়-বাওড় নদ নদীতে ভরা মোদের দেশ
নদীর মাঝে পাল তোলা নাও দেখতে লাগে বেশ।

বন বাদারী ঝুপ ঝাড়ে ভরা মোদের গাও
নদীর পাশে ছোট্ট খোকা বাহে ডিঙ্গি নাও।

নদীর চরে নীল আকাশে উড়ে বেড়ায় পাখি
তাই না দেখে জুড়ায় শত,জুড়ায় যুগল আখি।

ডিঙ্গি নায়ে নায়র যাবে আমার প্রিয় বোন
নদীর ধারে শশুড় বাড়ী কতই না আপন।

ভাতে মাছে বাঙ্গালী মোরা ভুলতে কি পায় বলো
নদী মাতৃক এই দেশেতে চলো সবাই চলো।

মাশকলাই আর মশুর ডালে ভরে আমার পাত
কিজে মজা খেতে দারুন দিয়ে মায়ের হাত।

ঝিঙ্গে পটল বাড়ির ধারে সারি সারি ফলে
আমার মা আপন ভরে তাদের জলে।

বাঁশ বাগানের ধারের কাছে সুলতানাদের বাড়ি
কি যেন কি নিয়ে আমার তার সাথে আড়ি।

সবুজ ধানের ক্ষেত দেখে জুড়ায় আমার মন
ধানের পাতায় শিশির যেন জলন্ত ডায়মন্ড।

খালার বাড়ি পাশে আছে বিশাল একটা বিল
রবির পানি পড়লে বিলে করে ঝিলমিল।






মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৮

ধ্রুবক আলো বলেছেন: নদী মাতৃক, চির সবুজ এই দেশ, বাংলাদেশ,,
লেখা খুব ভালো হইছে, অভিনন্দন রইলো

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৮

মাকার মাহিতা বলেছেন: পোষ্টে প্রথম মন্তব্যের জন্য,অনেক অনেক সুভকামনা রইল...ধ্রুবক আলো। ভাল থাকুন সবসময়।

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৬

প্রামানিক বলেছেন: ডিঙ্গি নায়ে নায়র যাবে আমার প্রিয় বোন
নদীর ধারে শশুড় বাড়ী কতই না আপন।


খুব ভালো লাগল।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০০

মাকার মাহিতা বলেছেন: আমার এই ছোট্ট প্রয়াশ আপনার ভাল লাগলো জেনে খুব আনন্দিত---প্রামানিক ভাই। তবে আপনার সবগুলো ছড়া-কবিতা আমার অনেক ভাল লাগে সবসময়। ধন্যবাদ পাশে থাকার জন্য।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৮

মো:সাব্বির হোসাইন বলেছেন: নদীর চরে নীল আকাশে উড়ে বেড়ায় পাখি
তাই না দেখে জুড়ায় শত,জুড়ায় যুগল আখি।

খুব সুন্দর হয়েছে।
শুভকামনা।

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪০

মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ।

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৮

ভ্রমরের ডানা বলেছেন:

মাশকলাই আর মশুর ডালে ভরে আমার পাত
কিজে মজা খেতে দারুন দিয়ে মায়ের হাত।


মা আর মাটির কবিতা খুব ভাল লেগেছে। মন জুড়ালো! খুবই মমতায় লেখা কবিতায় প্লাস! এমন আরো লিখুন!

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪১

মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ...ভ্রমরের ডানা।

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতাটা শান্তিময়। ভালো লেগেছে।

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪২

মাকার মাহিতা বলেছেন: শান্তিময় কবিতায় আপনাকে স্বাগতম...দিশেহারা রাজপুত্র।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.