নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের সকল কথাগুলো যদি আরও গুছিয়ে লেখতে পারতাম...

মাকার মাহিতা

কবি হবো...

মাকার মাহিতা › বিস্তারিত পোস্টঃ

আমার ক্যামেরায় তোলা বাংলার প্রকৃতির কিছু ছবি। (ছবি ব্লগ)

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৭

# সবুজের সমারোহ। স্থানঃ জামালপুরের কোন এক জায়গায়।



# পৌষে শীতের সকালে,ধান ক্ষেতে শিশির বিন্দু। ডায়মন্ড এর মতো দেখতে...!


# একজন প্রিয় মানুষের সাথে ঘুরতে গিয়েছিলাম, রেল লাইনের ধারে...। জানি না সে এখন কোথায়...?


# গাজীপুর জেলার অর্ন্তগত কালীগঞ্জ থানার পুবাইল-এর ভাদুন গ্রামে। খড়ের ঢিবি...! এলাকা ভেদে এর নাম ভিন্ন ভিন্ন...!!!


# পিওর নীল আকাশ। বাংলার নীল আকাশ। কোথায় পাব বল...! ভাল বাসি বাংলা মাগো ভালবাসি তোমায়। অন্তরীন...!



ক্যমেরাঃ সনি ডি এস সি ...ডাব্লিই ১৫০, সাইবার শট।
ছবি তোলার তারিখঃ ০৬ নভেম্বর ২০১০ সাল।

মন্তব্য ৩৫ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪২

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। !!

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ...

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২২

মনিরা সুলতানা বলেছেন: প্রতিটা ছবি ই সুন্দর !!
ভালোলেগেছে :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২১

মাকার মাহিতা বলেছেন: আপনাকে ধন্যবাদ!

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৫

প্রামানিক বলেছেন: চমৎকার ছবি। ধন্যবাদ

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৬

মাকার মাহিতা বলেছেন: আমার পোষ্টে মন্তব্য রেখে যাবার জন্য আপনাকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা...!!!

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৩

আহমেদ জী এস বলেছেন: মাকার মাহিতা ,



গুটিকয়েক ছবি হলেও তার ভেতর থেকে একজন প্রকৃতি প্রেমিকের দেখা মিললো ।

"রেললাইন বহে সমান্তরাল......." ছবিটি বেশি ভালো লাগলো ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪০

মাকার মাহিতা বলেছেন: এই রেল লাইনের কথা মনে হলে, বুকের ভেতর কেমন করে উঠে। অনেক স্মৃতি এই রেললাইন কে ঘিরে। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনার ভাল লেগেছে জেনে আমি ধন্য হলাম।

ধন্যবাদ আহমেদ জী এস...!

ভাল থাকুন-সুস্থ থাকুন। সবসময়...!!!

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:০৯

রক্তিম দিগন্ত বলেছেন:


সবগুলো ছবিই দেখতে চমৎকার লাগছে।
শিশির বিন্দু জমে থাকার ছবিটা আসলেই ভাল অ্যাঙ্গেল থেকে তুলেছেন। দেখতে বেশি সুন্দর লাগছে।
+

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪১

মাকার মাহিতা বলেছেন: রক্তিম দিগন্ত,আপনাকে অশেষ ধন্যবাদ! ভাল থাকুন।

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০২

আলি জুয়েল বলেছেন: সুন্দর!

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫০

মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ।

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১০

আরজু পনি বলেছেন:
ছবিগুলো দেখতে ভালো লাগছিল।
আরো কয়েকটা ছবি দিলেই পারতেন।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৯

মাকার মাহিতা বলেছেন: পরবর্তীতে ট্রাই করব...! ধন্যবাদ ব্রাদার...!!!

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৬

রূপক বিধৌত সাধু বলেছেন: অনেক সুন্দর!

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫০

মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৩

মোস্তফা সোহেল বলেছেন: ছবি গুলো অনেক সুন্দর

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫১

মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ । শুভকামনা রইল।

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: সুন্দর আমার দেশ... :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৮

মাকার মাহিতা বলেছেন: সত্যিই সুন্দর আমার দেশ। রুপালী ইলিশের দেশ, এ যে আমার তোমার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার দেশ। রবি ঠাকুর নজরুল এর কবিতায় অপরুপ দেশ। আমার বাংলাদেশ।

ধন্যবাদ।

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো তবে কম।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৯

মাকার মাহিতা বলেছেন: আরও বেশি বেশি দেবার চেষ্টিত হবো...ধন্যবাদ।

১২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৮

ভ্রমরের ডানা বলেছেন:

ছবিগুলো খুব ভাল লেগেছে। দারুণ সুন্দর ছবি ব্লগ!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৪

মাকার মাহিতা বলেছেন: ফুলে যখন ভ্রমর আসে দিয়ে যায় ডানার ঝাপটা রেখে যায় সোনালী আবেশ নিয়ে যায় মধু,
ঠিক তেমনী আমার কাছে এসে তার ডানা দিয়ে রেখ গেল মধুময় মিষ্টি আবেশ...


ধন্যবাদ ভ্রমরের ডানা।

১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১০

অতঃপর হৃদয় বলেছেন: অনেক সুন্দর ছবি। বেশ ভালো লেগেছে আমার।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৫

মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ, ছবিগুলো ভাল লাগার জন্য।


ভাল থাকুন সবসময়। শুভকামনা।

১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

হাসান আল-আমিন বলেছেন: সবচেয়ে ভালো লেগেছে আপনি কোন রকম সাজুগুজু ছাড়া ছবিগুলো পোস্ট করেছেন । দারুন ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৯

মাকার মাহিতা বলেছেন: ফটোসপ বেশি পারি না তাই...

তারপরও আমার এই প্রচেষ্টা ভাললাগার জন্য থ্যাংকস...

১৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪০

জনৈক অচম ভুত বলেছেন: দ্বিতীয় ছবিটা অসাধারণ। বাকিগুলোও সুন্দর হয়েছে।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০০

মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ জৈনক অসাম ভূত।

১৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: খু উ ব সুন্দর।

০১ লা অক্টোবর, ২০১৬ রাত ১০:০৫

মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ...ফরিদ আহমদ চৌধুরী ব্রাদার।

১৭| ০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ৯:৫৮

ডা. অমিতাভ অরণ্য বলেছেন: কবিতার সাথে কাব্যের সম্মিলন। অসাধারণ!

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:০২

মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ

১৮| ২০ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৫৬

মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ-ডা. অমিতাভ অরণ্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.