নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের সকল কথাগুলো যদি আরও গুছিয়ে লেখতে পারতাম...

মাকার মাহিতা

কবি হবো...

মাকার মাহিতা › বিস্তারিত পোস্টঃ

নিমের দাতন

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০১





নিমের দাতন ইউজ করিনা
শরম করে
ব্রাশ-টুথপেষ্ট ইউজ করি
ফ্যাশন বলে
নিমের ডালে কি উপকার
সবাই জনে
যে জন দাতন করে তব
নিমের ডালে
গুরু জন কয় হয় না অসুখ
দাতের মাড়ে
দাদা দাদু করত দাতন
নিমের ডালে
দন্ত রোগ হতো না তাদের
কোন কালে
লজ্জা শরম দুর কর হে
ফ্যাশন বলে
এই ফ্যাশনে খাবো তোমায়
খুব অকালে



মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর হয়েছে

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৩

মাকার মাহিতা বলেছেন: পোষ্টে প্রথম মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর হয়েছে

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৩

মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ, ফরিদ আহমদ চৌধুরী। ভাল থাকুন।

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩০

ভ্রমরের ডানা বলেছেন:

নিম বহুগুনে গুণান্বিত একটি ঔষধি গাছ। শুধু দাত নয় কৃর্মি, যকৃত ব্যথায়, জন্ডিস রোগ, চমরোগ, অর্জিণরোগ ও ডায়াবেটিস রোগ সহ বিভিন্ন রোগে নিম গাছের ব্যবহারিক প্রয়োগ সম্ভব!

এই নিম গাছের গুণাবলীর বিষয়ে কবিতা লেখার জন্য অনেক ধন্যবাদ মাকার মাহিতা।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৬

মাকার মাহিতা বলেছেন: আপনি একশ ভাগ সত্য কথা বলেছেন। ভ্রমরের ডানা কখনো অসত্য কথা বলেন না। সত্যিকার অর্থে নিম বহুগুনে গুনান্বিত স্রষ্ট্রার এক অনন্য সৃষ্টি।

ধন্যবাদ ভ্রমমের ডানা, আমার পাতায় মন্তব্য রেখে যাবার জন্য।

শুভকামনা রইল।

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভ্রমরের ডানার সাথে সহমত।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৭

মাকার মাহিতা বলেছেন: সহমতের জন্য ধন্যবাদ।

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৪

হাতুড়ে লেখক বলেছেন: নিম গাছকে গরীবের ডাক্তার বলা হয়। কথিত আছে যে, যে বাড়িতে নিম গাছ থাকে সেই বাড়িতে রোগ বালাই খুব কম হয়।
নিম গাছ আমিও একবার গল্প লিখেছিলাম তবে সেইটা ট্র্যাজেডিক ছিল।

কবিতা মোটামুটি ভাল্লাগসে।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৫

মাকার মাহিতা বলেছেন: এটা গরিবের ডাক্তার। কিন্তু ধনীরা আর ব্যবাহার করে না। উন্নত প্রযুক্তি আছে না।

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৪

প্রামানিক বলেছেন: নিম উপকারী গাছ। নিম নিয়ে কবিতা লেখার জন্য ধন্যবাদ।

০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ১০:২১

মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ।

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৩৭

রক্তিম দিগন্ত বলেছেন:
কবিতা মোটামুটি লেগেছে।

নিম গাছের উপকারিতা জানে মোটামুটি সবাই ই। এইটাকে ক্ষেত বলে হেলাফেলা করবে একমাত্র বোকারাই। তবে, ইদানিং সমস্যা হল - নিম গাছের সংখ্যা কমে গেছে।
আগে বেশির ভাগ মানুষের বাড়িতেই নিমগাছ দেখা যেত। এখন সেই সংখ্যা অনেক কমে গেছে।

০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ১০:৩০

মাকার মাহিতা বলেছেন: রক্তিম দিগন্ত, আপনি যর্থার্থই বলেছেন। নিম অনেক উপকারী।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.