নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ময়লার ভাগাড়ে রাস্তা বন্ধ
ফুটপাথ-রাজপথ চারিদিকে গন্ধ
মেয়রেরা সব দেখে
না দেখার ভান করে
মনে হয় তাহাদের চোখ বুঝি অন্ধ
রাস্তার চার লেন আছে বহাল তবিয়ত
ফুটপাথ হকারের-তিন লেন বন্ধ
চালকেরা গাড়ি চালায় এক লেন ধরে
পার্কিং করে তারা বাকি তিন লেনে
এই আমার ঢাকা শহর এই আমার দেশ
আছি ভাল আছি আমি মন্দের বেশ
চারদিকে ধুলাবালি চারদিক শব্দ
তাহা দেখে মফিজ মিয়ার কান হল তব্দ
চালকেরা অহরহ অকারনে বাশি দেয়
©somewhere in net ltd.
১| ১৬ ই নভেম্বর, ২০১৬ সকাল ১০:২৩
মাকার মাহিতা বলেছেন: চালকেরা আহরহ অকারনে বাশি দেয়
--------------------------------------
--------------------------------------
--------------------------------------
বাকি তিন লাইন কেউ যদি বলতেন।