নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মরছে মানুষ ধুকে ধুকে
মরছে মানবতা
নারী-শিশু-বৃদ্ধ কে আজ
কে করবে সহায়তা,
ক্ষয় হয়েছে শ্রদ্ধবোধ আর
ক্ষয় হয়েছে মূল্যবোধ
এই সমাজের মানুষগুলো
হচ্ছে সবাই নির্বোধ,
টাকার কাছে নত সবাই
মাস্তানরা চালায় দেশ
মানবতা-মূল্যবোধের
আছে কি অবশেষ?
হক-কথা কবে যারা
মরবে ধুকে ধুকে
ঠুস করবে একটা গুলি
মজলুমের-ই বুকে,
রোহিঙ্গারা মানুষ না-তো
জীব-জানোয়ার বটে
তাদের কথা বলবে কে ভাই
নিজের টাকায় খেটে।
২| ২৬ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫৮
মাকার মাহিতা বলেছেন: মানুষকে আঘাত করে কি পিশাচিক আনন্দ পায়,সেটা বুঝতে পারি না।
মানুষের মানবিক দিক কেমন তা আজ বিচার বিশ্লেষণ করার সময় এসেছে।
ধন্যবাদ লাইলী আরজুমান খানম লায়লা, সুন্দর মন্ত্যেবের জন্য।
ভাল থাকুন সব-সময়।
সুখে থাকুন প্রতিটি মহুর্ত্যে।
ধন্যবাদ-শুভকামনা।
৩| ২৬ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩০
দিশেহারা রাজপুত্র বলেছেন: হিউম্যানিটি এট ইটস এন্ড। মানুষ মানবিক বোধ শূন্য।
২৬ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩৬
মাকার মাহিতা বলেছেন: মানুষ যদি মানবিক বোধ শূন্য হয় তবে কিভাবে চলবে এই বিশ্ব?
মানবতার পদস্থখলন আর কত?
৪| ২৬ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৫
ডার্ক ম্যান বলেছেন: আমরা অনেক আগেই মানবিক মূল্যবোধ হারিয়ে অমানুষ হয়ে গেছি
২৬ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩৬
মাকার মাহিতা বলেছেন: আমার মনে হয় এখনো সময় আছে, মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হবার।
©somewhere in net ltd.
১| ২৫ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতায় মানবতা ফুটে উঠেছে ---- ধারুন হয়েছে লেখা ---
রোহিঙ্গাদের জন্য বিভিন্ন দেশ প্রতিবাদ করছে না - এটা খুবই দুঃখজনক