নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেখানে শান্তি পাবে
পাবে অনন্ত সুখ
সেখানে কষ্ট পাবে
পাবে বর্ণহীন দুখ
সেখানে রাগ পাবে
পাবে অসীম জিদ
সেখানে মিল পাবে
পাবে ভালবাসার উম্মীদ
সে তো আর কেউ নয়
সে আবার বউ
ভালবাসার জন্মভূমি
তোমায় শতচুমি।
২০১৬-১২-০১
অপরাহ্ন
২৬ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩৪
মাকার মাহিতা বলেছেন: হুম...সংসার জীবন এমন-ই। মন্ত্যব্যের জন্য মেনি থ্যাংকস...!
©somewhere in net ltd.
১| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩৪
রায়হানুল এফ রাজ বলেছেন: বউকে নিয়ে অনেক ভাবেন দেখছি!!!