নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছলিমপুরের ধানিখোলায়
ধানের ক্ষেতের পাশে
বসে বসে কুশের চাবায়
মুচকি মুচকি হাসে।
দুর্বা ঘাসের মাটির পথে
লামিয়া হেটে যায়
পাশের বাড়ির ছলিম মিয়া
ট্যারা চোখে চায়।
হরেক রকম চিন্তা মনে
রঙ্গীন সকল ভাবনা
আশা জাগায় ঈশান কোনে
শত শত কামনা।
সন্ধ্যে বেলায় বাড়ি ফেরে
নাঙ্গা পাদুকা নিয়ে
মাকে বলে ভাত দে মা
ঝোল তরকারী দিয়ে।
মা বলে ওরে খোকা
কোথায় গেলি তবে
ছলিম বলে ধানিখোলায়
আজ যাত্রাপালা হবে।
------------------------------
বাড্ডা,ঢাকা
০৮-১২-২০১৬
অহরাহ্ন
০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৪
মাকার মাহিতা বলেছেন: প্রথম মন্তব্য-র জন্য আপনাকে সবিশেষ ধন্যবাদ।
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪১
প্রামানিক বলেছেন: এক কথায় চমৎকার
০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৩৫
মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ ছন্দের জাদুকর প্রামানিক ভাই।
©somewhere in net ltd.
১| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫২
ধ্রুবক আলো বলেছেন: লেখা ভালো লাগছে.,,,,, অভিনন্দন