নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শীতের দিনে হালকা আগুন
শরীর গরম মনের কোনে
ভাপা পিঠার সবর গন্ধ
জিভের জলে ধানের বনে।
জুবুথুবু ঠান্ডা জলে
শীতের কাপুনি
হাড় কাপানো শীতের দিনে
আমার হাপুনি।
হাকিম চাচা সাদা দাড়ি
হক হকিয়ে হাটে
ধামের দামা মানের কুলে
যাবে দারাম পাটে।
লুল হাতিয়ে যাবার মনে
মানুষ কবে তবে
মানুষ হলে কভু চলে
মানুষ হবে ভবে।
শীতের দিনে আমার মনে
হরেক আশা জাগে
কামনার সুখ মনে উঠে
উথাল পাথাল ভাগে।
গরম কম্বলে অসুক কাজে
মানার চলে পাথে
কামনার সময় ভাল কাটে
রাতে পিয়ার সাথে।
-----------------------------
বাড্ডা,ঢাকা
১৪/১২/২০১৬ ইং
পূর্বাহ্ন
১৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:২৪
মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১২
ধ্রুবক আলো বলেছেন: শীতকাল এসে গেছে
ছড়া খানি খুব ভালো লাগলো...