নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের সকল কথাগুলো যদি আরও গুছিয়ে লেখতে পারতাম...

মাকার মাহিতা

কবি হবো...

মাকার মাহিতা › বিস্তারিত পোস্টঃ

সংসার

২৩ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৮

সুখ দুঃখ আনন্দ বেদনায়
এইতো মোদের সংসার
ক্ষণিকের এই রঙ্গ মেলায়
কেন করি অহংকার?

তোমাতে আমি হব বিলীন
তোমাতে হব শেষ
তোমার কাছে পরাজিত আমি
নিঃস্ব হলাম অবশেষ!

রঙ্গমেলায় রঙ্গ করি
হাসি-তামাশার জন্যে
ভাল থাকার এই প্রয়াশে
সুখ খুজি হয়ে হন্যে।

-------------------------------
ছাতনই কলোনী,ডিমলা,নীলফামারী
২৩/১২/২০১৬ ইং
রাত

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: :| সুন্দর হয়ছে।
পোষ্টে +++++

২৪ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৩২

মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন। সবসময়। এই কামনায়...*মাকার মাহিতা*

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৩

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। খুব ভাল লাগল। ধন্যবাদ

মাকার মাহিতার ছাতনাই কলোনীর নাম উল্লেখ করায় ছোট কালের স্মৃতি মনে পড়ে গেল। ১৯৬৮ সালে জীবনের প্রথম ছোট মামার সাথে এই ছাতনাই কলোনীতে গিয়েছিলাম, তখন ছোট ছিলাম, কলোনী সম্পর্কে আমার কোন ধারনা ছিল না। দীর্ঘ ৩২ বছর আর যাওয়া হয় নাই, ২০০০ সালে যখন আবার ছাতনাই কলোনীতে মাইক্রো নিয়ে ছোট মামার সাথে বেড়াতে গেলাম, তখন কলোনী খুঁজতে লাগলাম, কলোনী খুঁজে পেলাম না। এক পর্যায়ে ছোট মামাকে জিজ্ঞেস করলাম মামা, ছাতনাই বিডিআর ক্যাম্পসহ অনেক জায়গা ঘুরলাম কিন্তু কলোনী তো পেলাম না।

আমার কথা শুনে মামা বলল, আরে বেটা-- ছাতনাই কলোনী মানে পাকা বিল্ডিংয়ের রেল কলোনী নয়, এটা একটা গ্রাম। তবে কলোনী নাম হওয়ার পিছনে কারণ আছে, ৪৭ সালে হিন্দুস্থান পাকিস্থান ভাগ হওয়ার পরে আসাম থেকে কিছু মুসলমান পাকিস্থানে চলে আসে, তাদেরকে পুনর্বাসনের জন্য এই এলাকায় পাকিস্থান সরকার পঁচিশ বিঘা জমিসহ বসতি স্থাপনের ব্যবস্থা করে দেয়, ভারত থেকে ছেড়ে আসা লোকজনকে সরকারী সহায়তায় বসতি স্থাপন করার কারণেই এই এলাকাটির নাম ছাতনাই কলোনী হয়েছে।

মামার কথায় ছাতনাই কলোনী সম্পর্কে একটা ধারনা পেলাম।

মাকার মাহিতার বাড়ি কি ছাতনাই কলোনীতে?

২৪ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৪

মাকার মাহিতা বলেছেন: সর্বপ্রথমঃ আমার একটা ভূল বানান এর জন্য ক্ষমাপ্রার্থনা করছি। * ছতনাই কলোনী লিখেছিলাম-সেট হবে ছাতনাই কলোনী। া কার বাদ পড়েছিল।

দ্বিতীয়তঃ আমার এই কবিতা খানি ভাল লেগেছে জেনে আমি আনন্দিত!

তৃতীয়তঃ এই সেই ছাতনাই কলোনী যার সাথে জড়িয়ে আছে আমার অনেক স্মৃতি। অনেক স্মৃতিময় এই ছাতনাই কলোনী। আমি প্রথম যখন ছাতনাই যাই, ঠিক আপনার মনে যে প্রশ্নটুকু জাগরিত হয়েছিল, আমার ও সেই প্রশ্ন মনে জেগেছিল। আর উত্তর আপনি যা পেয়েছেন ঠিক আমিও তাই পেয়েছি।

চতুর্থতঃ সর্বপ্রথম আমি যাই ২০০৩ সনে। আমার বড় বোনের এখানে বিবাহ হয়েছে। সে সুবাদে ২০০৩ সালের পর থেকে অনেক বার যাওয়া হয়েছে। এরপর ২০১২ সালের জুন মাসের ৩০ তারিখে ঘটে যায় আমার জীবনের সবচেয়ে বড় ঘটনা। কেননা আমার বিবাহিত জীবন শুরু হয় এখান থেকে। সেখানে আমি বিয়ে করি। এর পর থেকে ধারাবাহিক ভাবে ছাতনাই কলোনী আমার জীবনের সাথে উৎপ্রতভাবে জড়িত।

পুনশ্চঃ আমার বাড়ি জামালপুরের ইসলামপুর থানার যে কোন এক গ্রামে।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

প্রামানিক বলেছেন: এই সেরেছে-- ইসলামপুর বাজারে আমার মামার বাড়ি, পরিচয় দিলে চিনবেন, থাক পরিচয় দিব না। গুঠাইল হাটের পশ্চিম পাশে আমার দাদার বাড়ি ছিল। ছাতনাই আমার দুই খালাতো বোনের বাড়ি, এই পর্যন্তই থাক আর পরিচয় দিব না। ধন্যবাদ পরিচয় দেয়ার জন্য।

৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:১৬

মাকার মাহিতা বলেছেন: বড় চিন্তায় ফেললেন? আপনি আমাকে আর আমি আপনাকে চিনি চিনি মনে হয়? কেমনে কি? আমার বাড়ি তো গুঠাইলে! আকাশবার্তা: [email protected]

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:২২

প্রামানিক বলেছেন: আমার বাড়ি তো গুঠাইলে!
এই সেরেছে! বলে কি!! বাড়ি নাকি গুঠাইলে!!! গুঠাইল হাইস্কুলের র এবং সা বিএসসি আমার মামা।

০৮ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৬:৪৮

মাকার মাহিতা বলেছেন: সর্বনাশ...! আপনি তো আমার গ্রামের লোক...

কানেকশন কি...

পাতা লাগানা জরুরী হে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.