নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের সকল কথাগুলো যদি আরও গুছিয়ে লেখতে পারতাম...

মাকার মাহিতা

কবি হবো...

মাকার মাহিতা › বিস্তারিত পোস্টঃ

মরছে মানুষ

০৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:০১


হর-হামেশা মরছে মানুষ
মরছে মানুষ পথে-ঘাটে,
কেন মরছে কেই-বা মারছে
তদন্তে খোজ কমই জোটে?

মরছে সকল নামী-দামী
মরছে গরীব-রাস্তার লোক,
কিসের ফাদে মরছে তারা
দিন দিন বাড়ছে শোক।

চাইনা এত মারামারি
চাইনা যে আর সংঘাত,
দেশের মানুষ সুখে থাকুক
আসুক তবে সোনালী প্রভাত।


--------------------------------------
২০১৭-০১-০৬
গুয়াংজু,চীন।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৭:১৩

salim miya বলেছেন: আপনার লেখাটি আমার অনেক ভালো লেগেছে। আপনাকে আমন্ত্র রইল। দেশ ও জাতি নিয়ে লিখে যান নিয়মিত।
www.dailysobujbangla.com

২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২৮

মাকার মাহিতা বলেছেন: যে কোন সময় আপনার ব্লগে ঢু মারব। ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:১৯

চাঁদগাজী বলেছেন:



আপনি গুয়াংজু'তে কি করছেন?

২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২৯

মাকার মাহিতা বলেছেন: ব্যাবসায়িক সম্পর্ক।
চায়না আসতে হয়।
সেজন্যই...

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: সোনালী প্রভাতের প্রত্যাশাই।

শুভকামনা রইলো

২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩০

মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ।
আমিও সোনালী প্রভাতের প্রত্যাশায় রইলাম।
ব্লগে নিমন্ত্রন।

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

সুমন কর বলেছেন: সোনালী প্রভাত ফিরে আসুক...........

২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩১

মাকার মাহিতা বলেছেন: অবশ্যই ফিরে আসুক।

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৬

প্রামানিক বলেছেন: বাড়ি হলো ইসলামপুর বেড়াতে গেল ছাতনাই এখন দেখি গুয়াংজু, রহস্যটা বুঝলাম না।

০৮ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৬:৫৩

মাকার মাহিতা বলেছেন: "মাকার মাহিতা"
গ্রাম: ঘোনাপাড়া
গুঠাইল,ইসলামপুর,জামালপুর।

বিশেষ কানেকশন " ছাতনাই কলোনী, ডিমলা,নীলফামারী"

ব্যবসায়িক কানেকশন" গুয়াংজু,চায়না"

এইতো...

ভাল থাুকুন প্রামানিক ভাই।

৬| ১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:২৫

প্রামানিক বলেছেন: অনেকটা আইডিয়া পেলাম। ধন্যবাদ

২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৩

মাকার মাহিতা বলেছেন: কিন্তু প্রামানিক ভাই, আপনি নাকি ইসলামপুরের। কিছু তো কইলেন না। উত্তরের প্রত্যাশায় রইলাম...।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.