নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুকভরে শ্বাস নেব, বুকের ভেতর নেব;
এক বালতি অক্সিজেন।
অনেক দিনের আশা, যাব কক্সবাজার;
সমুদ্র স্নান করব, লোনা পানির স্বাধ নেব।
নেব বুক ভরে বিশুদ্ধ বাতাস।
মনটাকে বলব,এই নে তোর পিউর অক্সিজেন।
ধ্যাত্তরিকা, এই নগর জীবন আর ভাল লাগে না;
আমি বিরক্ত,অবসান্ত,বিমুর্ষ;
নগরের বাতাস আমার কাছে মনে হয়,
বিষ; আমার শ্বাস ফেলতে কষ্ট হয়;
কি লাভ যান্ত্রিকতায় ডুবে যেয়ে?
হায়, হয়তো এমন দিন আসবে,
যেদিন অক্সিজেনের অভাবে মানুষ,
গ্রামে ছুটবে,যাবে অন্য কোথাও।
আমি যান্ত্রিকতা চাইনা, ফিরিয়ে দাও,
সেই সবুজ শ্যামল গাও,
যেখানে থাকবে নির্মল বাতাস,
বিলের ধারে বসে নেব
এক মুঠো অক্সিজেন ভর্তি বাতাস;
চলো, চলে যাই গ্রামে!
-------------------------------------
গুয়াংজু, গুয়াংদং,চীন।
১৭ চৈত্র ১৪২৩ বংঙ্গাব্দ।
সকাল: ৯-৪৮
০৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৩
মাকার মাহিতা বলেছেন: হুম। গ্রামে চলে যাব। ফাইনাল...!
©somewhere in net ltd.
১| ৩১ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৫৪
ধ্রুবক আলো বলেছেন: ধ্যাত্তরিকা, এই নগর জীবন আর ভাল লাগে না; একমত +
আপনার আশা পূরণ হোক।