নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মায়ের কাছে যাব আমি
চাইছে যে মন খুব,
মায়ের হাতের রান্না খাব
মায়ায় দেব ডুব।
সেই কত দিন দেখিনা তারে
মায়া ভরা মুখ,
শুনি না তার মধুর ধ্বনি
আদর করা সুখ।
মায়ের কাছে যাব আমি
মায়ার বাধন রাখতে,
মায়ের হাতের আদর ছোয়া
হলুদ ভারে ঢাকতে।
মমতাময়ী মা যে আমার
পথ পানে চেয়ে থাকে,
আচল পেতে বসে থাকে
ছেলে আসবে কবে থেকে?
-------------------------------------
বাড্ডা/ঢাকা
২০১৭/০৫/০৮
অপরাহ্ন।
০৯ ই মে, ২০১৭ দুপুর ১২:২৯
মাকার মাহিতা বলেছেন: প্রথমত, আপনি আমার ব্লগে এসেছেন জেনে আমি খুবই আনন্দিত!
২| ০৯ ই মে, ২০১৭ দুপুর ১২:৩৭
খালিদ১২২ বলেছেন: মায়া-মমতা/মমতাময়ী মা VALO LAGLO
১১ ই মে, ২০১৭ সকাল ১১:১৫
মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ@খালিদ১২২। ব্লগে সু-স্বাগতম!
৩| ০৯ ই মে, ২০১৭ বিকাল ৩:১১
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা +
ভালো লাগলো, মাকে নিয়ে লেখা খুব সুন্দর লিখেছেন।
১১ ই মে, ২০১৭ সকাল ১১:১৫
মাকার মাহিতা বলেছেন: আর একটু চেষ্টা করার দরকার ছিল মনে হয়। কোথায় যেন গ্যাপ আছে।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৯ ই মে, ২০১৭ সকাল ১০:৩০
নাগরিক কবি বলেছেন: অনেক স্মৃতি ভেসে উঠলো আপনার এই লেখা পড়ে। ভাল লেগেছে। ভাল থাকুন। শুভকামনা।