নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের সকল কথাগুলো যদি আরও গুছিয়ে লেখতে পারতাম...

মাকার মাহিতা

কবি হবো...

মাকার মাহিতা › বিস্তারিত পোস্টঃ

আমার শয্যা সঙ্গী এক বিষাক্ত সাপ!

২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৬

আজ দশদিন হয় ভাত খাইনে
শুধু চিড়া-গুড় খেয়ে দিনাতিপাত,
দিনএনে দিন খাই, একদিন কাজ না জুটলে
চাল কেনার টাকা থাকে না,
সবাই মিলে থাকি উপোস,
এসব কেন জানেন, বন্যা।
আজ দশদিন হয় ঘরে পানি,
চেয়ারম্যান এসেছিল নৌকা নিয়ে,
সংঙ্গে কয়েক ব্যাগ ত্রান,
আমি পিছে ছিলাম,
সবাই তাড়াহুড়ো করে সব নিয়ে গেল,
আমি পেলাম না কিছুই।
সেই থেকে পরিবার নিয়ে উপোস,
জানি না আমার মতে করে
কেই উপোস আছে কি না?
উহ, আর একটি কথা বলতে ভুলে গেছি,
কাল মধ্যরাতে জেগে দেখি,
আমার শয্যা সঙ্গী এক বিষাক্ত সাপ!

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই কষ্টকর জীবন বন্যাকবলিতদের :(

২০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৩

মাকার মাহিতা বলেছেন: একবার ভাবুন তো, আপনি ঘুমাচ্ছেন কিন্তু আপনার চৌকির নিচে পানি? যেকোন সময় সাপের কামড় অথবা অন্যকোন বিপদ! কি ভয়াবহ দৃশ্য। যা, বাস্তবে না দেখলে বুঝা যাবে না। এই কষ্ট আমি বুঝি, অনুধাবন করতে পারি। কারন, আমার বাস্তব অভিজ্ঞতা।

২| ২০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০০

অর্ক বলেছেন: খুবই হৃদয় বিদারক! ব্যথিত হলাম। রাষ্ট্রের চরম ব্যর্থতা! অত্যন্ত দুঃখজনক। বন্যা নিয়ে প্রস্তুতি ছিল না বললেই চলে! আপনার কবিতা ভালো লাগলো। শুভেচ্ছা।

২১ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:১১

মাকার মাহিতা বলেছেন: *** আমার কবিতা ভাললেগেছে জেনে আমি খুবই উচ্ছছিত!
*
*
*
*
*
*
*
*
*
*
*** ধন্যবাদ!

৩| ২০ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

আরিয়ান রিয়ান বলেছেন: অত্যন্ত কষ্টের। দ্রুত এঅবস্হার উন্নতি হোক।
ভালো লিখছেন।

২১ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:১৩

মাকার মাহিতা বলেছেন: বাস্তবতার নির্মম পরিহাস!

বন্যা দেখেছেন কখনো?

৪| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২৮

আহমেদ জী এস বলেছেন: মাকার মাহিতা ,




চরম বাস্তবের ছবি ।

২১ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৩

মাকার মাহিতা বলেছেন: সত্যিই...
/
/
/
/
/
/
/
চরম বাস্তবতা!

৫| ২০ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১৪

ওমেরা বলেছেন: ওমা গো-----কি ভয়ংকর কথা ।

২১ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৪১

মাকার মাহিতা বলেছেন: বাচ্চা ভয়ংঙ্কর! কাচ্চা ভয়ংঙ্কর!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.