নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২১ শে আগষ্ট, কি ভয়ংঙ্কর, কি করুন দৃশ্য,
কেন, কি কারনে, কিসের জন্য মানুষ বন্য,
কেন এই গ্রেনেড হামলা করে মানুষ হন্য,
নেত্রীকে খুন করার কি পায়তারা,
আইভি আপা গেল, গেল আর কত নেতা-কর্মী,
কেন,কেন,কেন সংগ্রামী জনতা জানতে চায়?
২১ শে আগষ্ট, কি পেল আমজনতা,
কেন এই জিঘাংসা, কি কারনে?
তোরা কেন করিস এত হিংসা?
পাবি না রে, পাবি না, এদেশ হতে
বঙ্গবন্ধুর নিশানা মুছতে,
নেত্রী পরম গৌরবে, মাথা উচু ছিল
থাকবে, থাকতেই হবে।
০৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৯
মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ@ রাজীব নুর।
শুভকামনা রইল। ভাল-থাকুন-সুস্থ-থাকুন। সবসময়।
©somewhere in net ltd.
১| ২১ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:১৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।