নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের সকল কথাগুলো যদি আরও গুছিয়ে লেখতে পারতাম...

মাকার মাহিতা

কবি হবো...

মাকার মাহিতা › বিস্তারিত পোস্টঃ

চীন ভ্রমন ( ছবি ব্লগ) # হাংজু থেকে গুয়াংজু,চায়না রেলওয়ে হাইস্পিড ট্রেন-এ

০৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৪

দেখুন ছবিতে...



বিস্তারিত এখানে দেখুন। বিশদ বর্ণনার জন্য যুক্ত থাকুন...

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

লক্ষণ ভান্ডারী বলেছেন: ছবি দেখে মুগ্ধ হলাম।
প্রীতি ও শুভেচ্ছা রইল।

০৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩২

মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ লক্ষণ ভান্ডারী, কথামালা গুছিয়ে বলার কবি...!

২| ০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

চাঁদগাজী বলেছেন:


মানুষজন কি ফ্রন্ডলী, নাকি স্বার্থপর? তারা কি প্রাণ খুলে মিলেমিশে, নাকি ব্যবসায়িক?

০৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩২

মাকার মাহিতা বলেছেন: ব্যবসায়িক ক্ষেত্রে ১০০% ফ্রেন্ডলী, অন্যক্ষেত্রে অত সময় তাদের নাই।

৩| ০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

চাঁদগাজী বলেছেন:


রাস্তায় লোকজন চলাফেরার সময় কি টেলিফোনে কথা বলে?

০৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩১

মাকার মাহিতা বলেছেন: প্রয়োজনে কথা বলে।
তবে তারা ট্রাফিক আইন কানুন যাথাযত ভাবে পালন করে থাকে।

৪| ০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

মলাসইলমুইনা বলেছেন: দ্বিতীয় ফটোয় স্টেশনের অনেক মানুষের ভিড়ে আপনাকে খুঁজেই পেলাম না | কিন্তু ওয়েস্ট লেকের ফটোয় সাদা গেঞ্জি শার্ট (টি শার্ট) কালো প্যান্ট, হাতে সেল ফোন আপনাকে রিয়েল ট্রাভেলারের মতোই মনে হচ্ছে ! কিডিং !! নাইস পিকস |

০৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৪

মাকার মাহিতা বলেছেন: ফটোগ্রাফার ক্যামরার পিছনে। তাকে দেখবেন কিভাবে? হাহা...

উনি চাইনিজ ট্রাভেলার।
প্রতিদিন দেশ-বিদেশের অনেক ভ্রমনকারী এখানে আসে। বিখ্যাত স্থান।
লোকেশনঃ চীন,জেঝিয়াং প্রদেশ,হাংজু সিটি,ওয়েষ্ট লেক এরিয়া।
কিভাবে যাবেনঃ বাংলাদেশ থেকে চীন সরাসরি দু ভাবে যাওয়া যায়, ১) ঢাকা-কুনমিং-হাংজু(চায়না ইষ্টার্ন এয়ারওয়েজ) ২) ঢাকা-গুয়াংজু-হাংজু(চায়না সাউদার্ণ এয়ারওয়েজ)।
Hangzhou Xiaoshan Guochi Chichang ( হাংজু সিয়াওশান গচি চিছাং) থেকে বাস এবং ট্যাক্সি যোগে ওয়েষ্ট লেক যেতে পারেন। হাংজু শহর অনেক গোছালো ও সুন্দর।

৫| ০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

মনিরা সুলতানা বলেছেন: বেশ তো ! ছবি গুলি দেখতে ভালো লাগছিলো ।
চমৎকার শেয়ার !

০৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৭

মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ মনিরা সুলতানা।

৬| ০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

লোনার বলেছেন: ছবিগুলো দেখতে্ ভালো লাগে ঠিকই, তবে ঐ দেশের উত্তর পশ্চিম অংশের মুসলিমদের কুর'আন ও জায়নামাজ আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জমা দিতে বলা হয়েছে ভাবলে মনটা খুব খারাপ হয়ে যায়। আগে তাও টয়লেটে লুকিয়ে নামাজ পড়তে পারতো মানুষগুলো, এখন তাও পারবে না!

০৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৬

মাকার মাহিতা বলেছেন: সেটা তাদের সেকুলারিজম মনোভাবের বহিঃপ্রকাশ মাত্র। বর্তমানে তাদের কোন ধর্ম নিয়ে মাথাব্যাথা নেই। ব্যবসা,টাকা রোজগার, প্রোডাক্টশন, কাজ, খাওয়া আর ঘুম এই নিয়ে তারা মেতে আছে।

তবে সিনজিয়াং প্রভিন্সে তারা মুসলিমদের কে একটু কোন ঠাসা করে রেখেছে। যা কাম্য নয়।

তারা অনেক বন্ধু প্রতীম যদি আপনি তাদের সাথে ব্যাবসা করেন!

৭| ০৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

ওমেরা বলেছেন: সুন্দর ছবি !

০৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:১২

মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ! ওমেরা।

৮| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:১৮

তারেক ফাহিম বলেছেন: বিনদেশের ছবি ব্লগে আসলে এখন মনে হয় গুগোল মামার কেরামতি,
যাকগে, ভালো লাগলো ছবি দেখে, তয় গাজী ভাই’র প্রতিত্তর পাইলে বুঝা যেতো রিয়েলিটি কতটুকু।

০৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:১২

মাকার মাহিতা বলেছেন: এটা গুগল বা বাইদু কোনটারই কেরামতি না, এটা ব্যাক্তিগত কেরামতি।

চাঁদগাজি ভাই এর প্রতিউত্তর ক্ষণিকের মধ্যেই হপে...

ধন্যবাদ, তারেক ফাহিম।

৯| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৬

প্রামানিক বলেছেন: গুঠাইল টু ছাতনাই, ভ্রমণ কবে হবে?

০৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:০৯

মাকার মাহিতা বলেছেন: কিছু দিনের মধ্যে হতে পারে!

গুঠাইল এবং ছাতনাই এর কথা মনে করে আমাকে আবেগাপ্লুত করে দিলেন, প্রামানিক ভাই!

শেকড়ের কথা মনে হলে এই ঘিঞ্চি শহর আর ভাল লাগে না!

ধন্যবাদ! মন্তব্যের জন্য!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.