নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যানজট তো পুরান কথা
ঢাকার রাস্তার বুকে
ঘন্টায় ঘন্টায় বসে থাকি
মরি ধুকে ধুকে।
নতুন প্যারা শুরু হইছে
ঢাকার রাস্তার বুকে
এপাশে কাটে ওপাশে খুড়ে
সারা ঢাকা শহর জুড়ে।
একদিন কাটে ওয়াসা তার
অন্যদিনে ডিসিসি
কাটা কাটি চলছে ভাই
চলছে আজব পাইরেসি।
শহরজুরে রাস্তা কাটা
অসহনীয় যানজট
এক লেনে চলছে গাড়ি
কি যে সব উদ্ভট।
----------------------------------------
বাড্ডা, ঢাকা
২০১৭/১০/১৭ ইং
অপরাহ্ন।
১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৫
মাকার মাহিতা বলেছেন: আর একটু বড় করে ফুটপাথ সম্পর্কে লেখার ইচ্ছা ছিল। কিন্তু পারলাম না।
সত্যিই, ঢাকা শহর সহ সারা দেশের রাস্তাঘাট অনেক স্মরণকালের চেয়ে ভয়াবহ খারাপ। আগে এমন কখনো দেখিনি।
২| ১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪০
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: জঘন্য রাস্তা। সিরিয়া,ইরাক এসব যুদ্ধবিধ্বস্ত দেশের রাস্তাও মনে হয় আমাদের হাইওয়ের চেয়েও হাজারগুণ ভাল।
১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৬
মাকার মাহিতা বলেছেন: হুম।
কথা সত্য বলেছেন।
রাস্তার তিন অবস্থা।
৩| ১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫০
সুমন কর বলেছেন: চমৎকার এবং প্লাস।
১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৫
মাকার মাহিতা বলেছেন: প্লাসের জন্য সুমন কর-কে ধন্যবাদ।
৪| ১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৯
প্রামানিক বলেছেন: চমৎকার
১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৫
মাকার মাহিতা বলেছেন: থ্যাংকস, প্রামানিক ভাই।
৫| ১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: কর্মকত্তাদের আছে কি মাথা
থাকলে তাতে আছেকি ঘিলু
নাকি টাকার নেশায় সব স্ক্রু-
হয়ে গেছে মহা ঢিলু!
সমন্বয় নাই কােন কাজে
উন্নয়নের মহাসড়ক বক্তিমায়;
চলতে গেলে বারটা বাজে!
অলিগলি মহাসড়ক
একই হাল বেহাল;
ভ্রুক্ষেপ নেই কারো তাতে।
১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৬
মাকার মাহিতা বলেছেন: সঠিক কথাটাই ছন্দের মধ্যে প্রকাশ করলেন দাদা।
থ্যাকংস...!
৬| ২১ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৪
মলাসইলমুইনা বলেছেন: কবি হবো মানে কি ? জন সচেতন কবিতো হয়েই গেছেন মনে হয় !
২১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৫
মাকার মাহিতা বলেছেন: আরও গুছিয়ে লেখার ইচ্ছা করে।
কিন্তু হয়ে ওঠে না।
ধন্যবাদ আপনাকে, মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১| ১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৫
করুণাধারা বলেছেন: ভাল হয়েছে। আরেকটু বড় করতে পারতেন। রাস্তার সাথে ফুটপাথও সব খোঁড়া। হাটার উপায় নাই।