নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের সকল কথাগুলো যদি আরও গুছিয়ে লেখতে পারতাম...

মাকার মাহিতা

কবি হবো...

মাকার মাহিতা › বিস্তারিত পোস্টঃ

ঝিনাই নদী

২২ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৮



ঝিনাই-এর বুকে চলা
পাল তোলা নাও
নদীর তীরের বধু বলে
ও মাঝি, কোথায় তুমি যাও?

ভরা গাঙ্গে ঢেউ তুলে কে ভরা ডিঙ্গি লয়ে
ওমাঝি ভাই আমায় কেন, না নিয়ে যাও?

বধু বেশে সেই অনেক দিন
দেখিনা ছোট ভাই টি কে,
আদর করে নেব কোলে
চুমু দেব ঠুটে।

ও ঝিনাই তুমি রুস্ট কেন
আমার কথা শুন,
ভাষিয়ে দিলাম মুক্ত চিঠি
আমার বাপের বাড়ি দিও।

ঝিনাই-এর বুকে চলে আজি
কত-শত ডিঙ্গি নাও
হরেক রঙ্গের পাল তোলা নায়ে
আমায় লয়ে যাও!

স্বামী আমার নেয় না খোজ
মোকাম করতে গেছে,
ফিরবে কবে কেই বা জানে
সকল আশাই মিছে!

ও ঝিনাই তুমি দয়া কর
আমার বাপরে গিয়া কও
আমায় যেন নায়র নেয়
দিয়ে উচু ডিঙ্গা ঢেও!

এই ঝিনাই এর বুকে দেখি
শত পাটের নৌকা চলে
বলি, ওই তো আমার বাবাধন
আসল বুঝি চলে!

কত সুখ দুখের সাথী
ও ঝিনাই নদী তুমি
একটি মাঝি নিয়ে আস
যে, দেখাবে আপন ভুমি।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১০

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা

এই নদী কোথায়?

২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৯

মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।

ঝিনাই নদী বাংলাদেশের উত্তর-কেন্দ্রীয় অঞ্চলের শেরপুর, জামালপুর এবং টাঙ্গাইল এবংজেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ১৩৩ কিলোমিটার, গড় প্রস্থ ৭৬ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক ঝিনাই নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-কেন্দ্রীয় অঞ্চলের নদী নং ২১। এর উৎস পুরাতন বহ্মপুত্র নদ পতন স্থান বংশী নদী।

২| ২২ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাই, ঝিনাই নদীর কবেকার ছবি এটি? কবিতা ভাল লেগেছে।

২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩০

মাকার মাহিতা বলেছেন: এটা গুগলের ছবি।

তবে রিসেন্ট ছবি হবে হয়তো!

৩| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:০০

কথাকথিকেথিকথন বলেছেন:



নদীর কাছে আকুতি ! সুন্দর ভাবনা ।

২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩১

মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ...কথাকথিকেথিকথন!

৪| ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:১৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভালো লিখেছেন। নদীটা কোথায়?

২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩১

মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ।

জামালপুর জেলায় নদীটি...

৫| ২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৪

ধ্রুবক আলো বলেছেন: চমৎকার কবিতা।

২৬ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫২

মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ, ধ্রুবক আলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.