নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কার্তিক মাসে বৃষ্টি হলে
ঢাকার বুকে
রাস্তা জুরে পানি জমে
নৌকা চলে ।
ফায়ার সার্ভিস নৌকা নামায়
বৈঠা হাতে
জনগণকে সেবা দিতে
সেবক হয়ে।
রাস্তা খুঁড়ে যানজট আর
জলজট তো বটে
রিক্সা মাঝি নৌকা চালায়
খালি রাস্তার তটে।
হালকা একটু বৃষ্টি হলেই
চারিপাশ ডুবে একাকার
খানিক বাদে পাথচারীর
নৌকার জন্য হাহাকার।
রুমী ভাবি ছাতা হাতে
সকাল নয়টার দিকে
অফিস যাবে জলদি তার
বাসের পিছু ছুটে।
উঠবে বাসে উপায় কি
এক হাটুযে জল
জামা ভিজে একাকার
কোথায় পাবে কল?
কি করবে উপায় কি
উবার ডাকে শেষে
পায় না উবার যাবে না সে
পাঠাও অবশেষে।
সামনে দেখে ও মা কি
বুক সমান জল
পাঠাও কহে ও ভাবি মোর
কি দেখ টলমল?
এমন ঢাকায় আমরা থাকি
বলব কি আর ভাই
এই ঢাকা ছেড়ে তো আর
যাওয়ার জায়গা নাই?
হোক না তবু হাবুডুবু
ঢাকার রাস্তার বুকে
থাকি আমরা এই জলেতে
থাকি আমরা সুখে।
---------------------
ছবিঃ ইন্টারনেট
২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৫
মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ আপা।
আপনার কবিতা'র কাছে আমার এটি কিছুই না।
শুভকামনা আপনার জন্যে।
২| ২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৯
চাঁদগাজী বলেছেন:
ছোটখাট বিকল্প, বুয়েটি সমাধান
২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৬
মাকার মাহিতা বলেছেন: ঢাকায় থাকতে এত গাজী
মেয়র রা কেন ঢের পাজি
রাস্তা ঘাটের নাই ঠিক ঠিকানা
আমরা আছি কোন জামানায়?
৩| ২৩ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের একটা দেশ আছে
দেশে অনেক মন্ত্রী আছে,
সচিব আছে , আমলা আছে
পরিকল্পনা কমিশন আছে,
মোটা মোট বেতন আছে
গাড়ী আছে বাড়ী আছে,
বড় বড় কথা আছে-
চাপা আছে বাজি আছে,
বড় বড় সুশীল আছে
সত্য বলার ভয়ও আছে,
স্বার্থান্ধ মিডিয়াও আছে
জনজীবনে ভোগান্তিও আছে;
একটু বর্ষায় -কেন ডুবে যাই!
জবাব দেবার কেউকি আছে?
২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫২
মাকার মাহিতা বলেছেন: সত্য বলা যাবে না ভাই
সত্য বলতে খুব ডরাই
হক কথা বললে পরে
খাবেন গুলি হর হামেশায়,
রাস্তা ঘাটে জ্যাম আছে
অথৈই সাগর পানিও আছে
এসব নিয়ে থকুন চুপ
নেটে চলুন ফুলিয়ে বুক।
৪| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৫১
প্রামানিক বলেছেন: দারুণ
২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৬
মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই!
৫| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:২৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর
২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:০৫
মাকার মাহিতা বলেছেন: এই ঢাকাতে আমিও দিশেহারা@রাজপুত্র ভাই!
©somewhere in net ltd.
১| ২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে ছড়া