নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের সকল কথাগুলো যদি আরও গুছিয়ে লেখতে পারতাম...

মাকার মাহিতা

কবি হবো...

মাকার মাহিতা › বিস্তারিত পোস্টঃ

ঐ দেখা যায় উচু পাহাড়

০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৫



ঐ দেখা যায় উচু পাহাড়
সবুজ গাছের পরে
সচ্ছ জলে নৌকা চলে
বিলের পার ধরে।

ঐ সবুজে যাব আমি
উঠব উচু পাহাড়ে
সাদা শুভ্র মেঘ ছোব
কি নিদারুন আহারে।

ছবিঃ কপিপেষ্ট ফরম ফেবু ওয়াল।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:০৪

রুরু বলেছেন: মেঘের ভেলায় পা ছড়িয়ে
ঘুরবো সারা বেলা,
এমন সুন্দর সবুজ পাহার
কেমনে করি হেলা?


খুব সুন্দর হয়েছে।

০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:১৪

মাকার মাহিতা বলেছেন: কবিতা টা আরও বড় করে দিলেন। ধন্যবাদ।

২| ০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:০৯

ধ্রুবক আলো বলেছেন: চমৎকার ।

০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:১০

মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ।

৩| ০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাল।

০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:১০

মাকার মাহিতা বলেছেন: থ্যাংকস...!

৪| ০৭ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৩

রাজীব নুর বলেছেন: ছবিটা বেশী সুন্দর।

০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:১১

মাকার মাহিতা বলেছেন: ছবি টা একঅর্থে বলতে পারেন চুরি করা।
তবে বেশ চমৎকার...

৫| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৮

করুণাধারা বলেছেন: ছবিটা চমৎকার!

০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:১১

মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ।

৬| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:২৯

করুণাধারা বলেছেন: ছবিটা চমৎকার!

০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:১১

মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ।

৭| ১১ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

প্রামানিক বলেছেন: ছড়া তো ভাই ভালই লাগলো
খুশির বড় পাহাড়
পম্চিম পাড়ায় বসত করতো
শামনাল নামের চামাড়।

শিলদহতে বাড়ি ছিল
এখন গেছে কই
অনেক দিন হয় যাওয়া হয় না’
তাই করি হইচই।

১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:২০

মাকার মাহিতা বলেছেন: ওহ। আপনি তো আমার দেশি মানুষ দেখছি।

শিলদহ গুঠাইলের কাছাকাছি গ্রাম।

আমার জন্মস্থান চৌহার চর, বাহাদুরাবাদ এর পশ্চিমে। যা এখন যমুনা নদীর বুকে।

ধন্যবাদ। প্রামানিক ভাই।

৮| ২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৫

প্রামানিক বলেছেন: ভাই কি আর বলবো, কুলকান্দি আমার মামার বাড়ি ছিল, ছোট থাকতে মাঙন মিয়ার হাটে গেছি, খাজা বাতাসা কত কিযে কিনে খেয়েছি, সে সব কথা মনে হলে নষ্টালজিক হয়ে যাই, সেই হাট আছে কিনা জানি না।

৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০৭

মাকার মাহিতা বলেছেন: কুলকান্দি আমার ফুফুর বাড়ি। মাঝপাড়া আমার সেজ ফুফুর বাড়ি। সর্বসাকুল্যে আমার পুরো আত্নীয় স্বজন বেলগাছা,চর বেলগাছ, কুলকান্দি, চৌহার চর(বর্তমানে নদীর মাঝে), সিন্দুরতলী ( বর্তমান নদীর মাঝে) ঐসব জায়গায় আমার আত্নীয় স্বজনের অভাব নাই। চৌহার চর আমার নাড়িপুতা জায়গা। সবমিলিয়ে আমার গ্রাম আমার পবিবেশ আমার মায়ার জায়গা। সেদিন আমার বাবাকে আপনার নাম জিগাইলাম উনি কইল আপনাকে নাকি চেনে? মানে যখন শুনছে প্রামানিক তখল বলল যে শিলদহতে প্রামানিক পরিবারের বসবাস ছিল । কি জানি প্রামানিক তার নাকি খুব আত্নীয় ছিল। যােই হোক সেই থেকে আপনার সম্পর্কে জানার কৌতুহল বেড়েগেল।

ধন্যবাদ শহীদুল ইসলাম প্রামানিক। হয়তো আপনার কবিতার ছন্দের মাঝেই আপনাকে খুজে পাব সেই প্রত্যাশায় রইলাম। এটদ্যারেট মাকার মাহিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.