নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের সকল কথাগুলো যদি আরও গুছিয়ে লেখতে পারতাম...

মাকার মাহিতা

কবি হবো...

মাকার মাহিতা › বিস্তারিত পোস্টঃ

দায়ী কে?

০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৪

ঘুন ধরেছে এই সমাজে
ঘুনে খেয়েছে সব,
মান সম্মান আর ইজ্জত যেন
করছে কলরব;

সামাজিক অবক্ষয় আর
খুন-ধর্ষণ তো বটেই,
হরহামেশাই ঘটছে এসব
একটুতেই হুম রটেই;

মিথ্যা কথার খই ফুটছে
সুদে-ঘুষের কারবার,
চোগলখুরি আর গীবত করে
এই রেজাল্ট বারবার;

ধনীরা আরও হচ্ছে ধনী
গরীবরা হল মরন দায়,
জীবন না বাচে তাদের এখন
কি করবে তাই হায় হায়;

ঋণ তো জুটে বড় লোকের
গরীবের ঋণ সুদের পাহাড়
সুদাসলে গেল এবার
ভিটেমাটি হল সাবাড়;

এই সমাজের নিত্য দশা
বেহাল দশা আজি,
নারী হল অবহেলার বস্তু
সব নির্যাতন এবার তার-ই;

বাজার করতে গেলে এখন
মাপে দেয় বেজায় কম,
মাপুনি মেশিন ডিজিটাল
ডিজিটাল চুরি হরদম;

সিটিং বাসে উঠলে পরে
দু টাকার ভাড়া হল দশ,
বাড়াবাড়ি করেন যদি
মার দেবে জুড়ে কশ;

রাস্তা মাঝে খোড়াখুড়ি
খোড়া পাদুকা নিয়ে,
চলতে পারেনা পথচারিরা
ধুলামাখা পা দিয়ে;

ঘরের মাঝে সুখ নাই রে
জলসার সিরিয়ালে,
কুটনামি আর পরকীয়া
আজ সেগুলাই বেশি চলে;

নৈতিকতার বালাই নাই রে
অমানুষের কারবার,
সৎ থাকতে চাও যদি
চুপ থাকা বারবার;

চুপ যদি না থাক ভাই
কোমায় রাখবে তোমায়,
লন্ডন থেকে লাশ আসবে
দেখতে পাবে সাবাই;

ভাল তুমি করতে যেওনা
ট্রাক স্ট্যান্ড সরাতে যেওনা,
মরার পর কবর শুকাবেনা
ট্রাকস্ট্যান্ড রবে তুমি রবেনা;

এই অবক্ষয়ের দায়ী কে
তুমি না কি আমি,
পুজিবাদের ভয়াল থাবায়
রক্তাক্ত পূর্ণ জমি;

শান্তি কি পাবে বনী আদম
শান্তি পাবে কবে,
ধ্বংশের আগে শান্তি নাই রে
সিস্টেম যখন শেষ হবে;

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:০৬

শাহিন-৯৯ বলেছেন:


ছন্দে ছন্দে
সমাজের চিত্র
মন্দ নয় মন্দ নয়।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৩৭

মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ শাহিন-৯৯। শুভকামনা জানবেন।

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: এই সমাজের হাল চিত্র এমন কইরা তুইলা ধরেন যিনি
সবার কাছে প্রিয় হোক তিনি।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৪

মাকার মাহিতা বলেছেন: মোঃ মাইদুল সরকার, সমাজের এমন দশা দেখলে আমার বুকে কষ্ট লাগে।
আমার মনে হয় মাও সে তুং এর সমাজতান্ত্রিক গঠনতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পযর্ন্ত বাংলাদেশের সমাজে শান্তি হবে না।

শুভকামনা জানবেন!

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:১২

ব্লগ সার্চম্যান বলেছেন: সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছেন।

০৯ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৫

মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

শুভকামনা জানবেন।

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩২

প্রামানিক বলেছেন: ছন্দে ছন্দে সমাজ চিত্র ফুটে উঠেছে। ধন্যবাদ

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৫

মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ দাদা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.