নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ জনতার মাঝে আমি ঊকি দিয়ে যাই
তুমি আমার জীবন সাথী তুমি আমার তাই
তোমার শোকে কত দুখে জীবন করি দান
তোমার মাঝে বেচে থাকি চীর অনির্বান
এ জীবনে তোমার মতো আমার কেহ নাই
পরজনমেও তাই তো আমি তোমার দেখা চাই
তুমি ছিলে আমার মনের আপন সাথী তুমি
তোমায় ছাড়া পরপারেও আমি শুন্য ভূমি
এ জীবনে নাই বা পেলাম তোমার আদর খানি
তুমি আমার মনের মানুষ এটাই শুধু জানি
হয়তো তোমায় কাছে পেলে জড়িয়ে থাকতাম ক্ষণ
তোমার কথা মাথায় রেখে জীবন করি পণ
ও বন্ধু আপন তুমি চির দিনের জন্যে
কত আমি খুজি তোমায় খুজি হয়ে হন্যে
আহা তোমার গায়ের সুবার অতি চমৎকার
কাছে পেলে খাব চুম করবো সৎকার
১৫ ই মে, ২০১৮ দুপুর ২:১৯
মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ!
২| ১৪ ই মে, ২০১৮ বিকাল ৪:৫৬
কথার ফুলঝুরি! বলেছেন: ভালো লাগলো। সবচেয়ে ভালো লাগার যে লাইন "পরজনমেও তাইতো আমি তোমার দেখা চাই" আমার নিজের ও একই চাওয়া।
তবে গায়ের সুবার নাকি সুবাস হবে ?
১৫ ই মে, ২০১৮ দুপুর ২:১৮
মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ, আপনার চাওয়ার সাথে আমার চাওয়া সেম সেম হবার জন্য!!!
সুবাস হবে, সুবার<<< টাইপিং মিসটেক!
ধন্যবাদ ভূল ধরিয়ে দেবার জন্য।
শুভকামনা।
ভাল থাকুন নিরন্তন!!
৩| ১৪ ই মে, ২০১৮ বিকাল ৪:৫৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
১৫ ই মে, ২০১৮ দুপুর ২:১৯
মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ রাজীব নুর।
সাদা মনের মানুষকে অনেকদিন দেখি না। তার ছবির বেশ ভক্ত আমি!
©somewhere in net ltd.
১| ১৪ ই মে, ২০১৮ বিকাল ৪:৫৩
কথার ফুলঝুরি! বলেছেন: ভালো লাগলো খুব। সবচেয়ে ভালো লাগার যে লাইন "পরজনমেও তাইতো আমি তোমার দেখা চাই"