নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপন মনে তোমার কাছে বিচার দিয়ে গেলাম
তুমি ছিলে জীবন সাথী তাই তোমায় বিদায় দিলাম
আমার নাম জপে যদি শান্তি তুমি পাও
সেটা আমার দোষ নয় তো দোষী তুমি হও
ওগো প্রিয়া তুমি নাকি মন খারাপ করে থাক
মনে মনে তুমি নাকি আমায় শুধু ডাক?
২৮ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫৯
মাকার মাহিতা বলেছেন: সে মনে মনে আমায় ডাকে নাকি আমি তারে মিস করি, সেটা আমি বলতে পারবো না, মাঝে মাঝে মনের মাঝে কেন জানি উডুক উডুক করে...
আর মনে যা ছিল তাই লিখে দিলাম। সময় ছিলনা তাই।
আরও বেশি কিছু লিখতে চেয়েছিলাম এবং কারেকশন ছিল কিছু। তাই তো...
আমার পাতায় আপনাকে স্বাগতম...
২| ২৮ শে জুন, ২০১৮ বিকাল ৫:০৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২৮ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৩
মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ, রাজীব নুর।
৩| ২৮ শে জুন, ২০১৮ রাত ৯:২২
কানিজ রিনা বলেছেন: খায়রুল আহসানের সাথে একমত।
০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৪
মাকার মাহিতা বলেছেন: তাই নাকি...?
©somewhere in net ltd.
১| ২৮ শে জুন, ২০১৮ বিকাল ৪:২৩
খায়রুল আহসান বলেছেন: একবার বিদায় দিয়ে দিলে, সে আপনার নামটা জপুক কিংবা না জপুক, আপনাকে ডাকুক কিংবা না ডাকুক, তাতে আর কীই বা যায় আসে?
তবে কবিতার দ্বিতীয় লাইনে কি "বিদায়" কথাটা ভুল করে "বিচার" এর বদলে বসে গেছে কিনা, তাই নিয়ে একটু সংশয়ে আছি।