নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের সকল কথাগুলো যদি আরও গুছিয়ে লেখতে পারতাম...

মাকার মাহিতা

কবি হবো...

মাকার মাহিতা › বিস্তারিত পোস্টঃ

ও হে তোরা কে রে?

০২ রা আগস্ট, ২০১৮ রাত ১:১১



ও হে তোরা কে রে?
মাছুম ছাত্রদের বাসের চাকায় পিষে মার,
মনুষ্য প্রাণ সংহারে তোদের অট্টহাসি!

ও হে তোরা কে রে?
দানবের মতো মানুষ মারিস,
পিচঢালা রাজপথে লাশের সারি!

ও হে তোরা কে রে?
ক্ষমতার দাপটে আজ দিশেহারা,
শত মা তার সন্তান হারা!

ও হে তোরা কে রে?
ডাকাতের মতো তোদের চেহারা,
লাইসেন্স বিহীন পুলিশ বেচারা!

ও হে তোরা কে রে?
জগদ্দল পাথরের ন্যায় বসে,
ভয়ে আছিছ যদি গদি হারা!

ও হে তোরা কে রে?
মসনদ আজ নড়বড়ে,
ভয়ে কাপে অন্তর পাগলপারা!

ও হে তোরা কে রে?
মানুষের উপর জলুম করা,
মজলুমেরা আজ দিশেহারা!

ও হে তোরা কে রে?
বাংলার মানুষ মারো চাকায় পিষে,
বুক পিঠ নাই কো তোদের বল্গাহারা?

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১:২৪

ইব্‌রাহীম আই কে বলেছেন: ক্ষমতার দাপটে সবায় আজ দিশেহারা।

১১ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৩

মাকার মাহিতা বলেছেন: দুঃখিত, অনেক দেরিতে উত্তর দেবার জন্য।

সত্যিই ক্ষমতার দাপটে আজ তাঁরা দিশেহারা!

ধন্যবাদ।

২| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ২:০৫

ভ্রমরের ডানা বলেছেন:



আজ হঠাৎ জেগে উঠলেন!

১১ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৫

মাকার মাহিতা বলেছেন: ভ্রমরের ডানা, মন্তব্যের জন্য ধন্যবাদ!

হঠাৎ জাগতে মন চাইল তাই, জেগে উঠলাম।

এখন ঘুমিয়ে পড়েছি আবার!

দানবেরা বেশ দানবীয় তাই!

৩| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ২:৪৯

চাঙ্কু বলেছেন: হুমম

১১ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৬

মাকার মাহিতা বলেছেন: ঠিক তাই!

দেরিতে মন্তব্যের জন্য ক্ষমাপ্রার্থী!

৪| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ৮:৫৮

জগতারন বলেছেন:

আচমত খাঁ মোক্তারের ছাওয়াল 
দানব শাজাহান খাঁ এবার লও ঠেলা।
ধমক আর অপমান কত প্রকার ও কি কি ?

খালুর বসত বাড়ী জবর দখল করেছো !
খালাতো ভাই বোনেরা আজ বাস্তুহারা !!
১৯৭৯ সালে তরুন মেধাবী ছাত্র নেতা
হেলালুল ইসলাম (রাংগু)-কে
সর্বহারার গুন্ডা দিয়া গুলি করে মেরে
পথের কাঁটা সরাইয়ে নেতা হয়েছিলে !!!
এবার সেই সব স্বেচ্ছাচারির মুখে চপেটাঘাত !!!!

ওর বাবা আচমত খাঁ মোক্তারী করতো মাদারীপুর কোর্টে,
ওর বাবার নুন আনতে পানতা ফুরাতো।
এখন এই শাজাহান খাঁ'র হাজার কোটী টাকা সুইস ব্যাঙ্কে।
এ সব টাকাই বাংলাদেশ ও বাংলাদেশের জনগনের কষ্টে অর্জিত টাকা।
ঐখানে যদি দুদক একটু হাত লাগাতো তবেই এই দানব শাজাহান খাঁ রাফা দফা হয়।

১১ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৭

মাকার মাহিতা বলেছেন: আপনে তো পুরাই তাঁরে ধুয়ে দেলেন!
এ কেমনতারা?

৫| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ৯:৫২

খায়রুল আহসান বলেছেন: "ওহে তোরা কে রে?
মসনদ আজ নড়বড়ে
ভয়ে কাঁপে অন্তর পাগলপা"ড়া।
" - ভাল বলেছেন।

১১ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৯

মাকার মাহিতা বলেছেন: হঠাৎ বেশি রেগে গিয়েছিলাম, তাই মনে হয় এমন মনোভাব ব্যাক্ত করেছি।

তবে দেরিতে মন্তব্যের জন্য ক্ষমা চাচ্ছি।

এখন তো সেই প্রেক্ষাপট আর নেই, আবার আগের অবস্থায়, তবে আমার মনে হয় জনগনের মনে কিছু একটা মানবিক বোধ এর জন্ম নিয়েছে।

৬| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১০:০৩

রাজীব নুর বলেছেন: ছাত্ররা যা করছে সেটা দেখতে ভাল হলেও অন্যায়।

১১ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:২০

মাকার মাহিতা বলেছেন: ন্যায় ও অন্যায় মিশে সেটা এখন পাঁচমিশালী হয়েগেছে @ রাজীব নুর।

৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৫

প্রামানিক বলেছেন: কবিতা দারুণ হয়েছে। ধন্যবাদ

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৬

মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।

ভাল থাকুন সবসময়, আরও অনেক চমৎকার ছড়া লিখুন, এই কামনায়।

আচ্ছা, সামনের বইমেলায় আপনার লিখিত ছড়া’র কোন বই বের হবে কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.