নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগে ছিল জমিদার এখন আছে সরকার
জায়-জমি-জায়দার সব-ই তাঁর দরকার,
ডোবা-নালা ভরাট করে দলীয় লোকজন
আগে ছিল জমিদারী ছিল আরো মহাজন,
পাইক-পায়দা রা করতো হুর-হাঙ্গাম
দলীয় লোকেরা সব-ই করে আকাম,
দলবাজী-কানবাজী যতদামী টেন্ডার
আগে ছিল বোমাবাজী হরদম হান্টার,
নাই সুখ নাই হাসি মজলুমের মনে আজ
যেই সেই জুলুমের প্রহসনের চলে রাজ।
কুখ্যাত মানুষজন নায়কের আসনে
গরীবেরে লুটিছে তলপাটি বাসনে,
আগে ছিল যেই খুনি ধরন তার পাল্টায়ে
লাঠি টেঙ্গা বাদ দিয়ে গুলি মারে উচিয়ে।
-------------------------------------------------
ঢাকা।
৩ সেপ্টেম্বর'২০১৮। ১৯ ভাদ্র ১৪২৫।
অহরাহ্ন ২:৪১।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৮
মাকার মাহিতা বলেছেন: আমার মনের ভাবটুকু বুঝাতে পেরেছি মনে হয়।
হ্যাঁ, আপনি সত্য কথাই বলেছেন, যুগ পাল্টেছে কিন্তু সাধারণ মানুষের উপর নির্যাতন কমেনি, একালেও সেকালেও!
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩১
সাইন বোর্ড বলেছেন: অাপনি কি অাধুনিকায়নে বিশ্বাস করেন না ?
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২০
মাকার মাহিতা বলেছেন: আধুনিকায়নে বিশ্বাস করি।
কিন্তু আধুনিকায়নের দায় দিয়ে মানুষ নির্যাতন পছন্দ করি না।
ধন্যবাদ।
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: কথা সত্য। আধুনিকায়ন বা বিশ্বায়নের ফলে ক্ষমতার অপব্যবহারের ধরন পাল্টেছে। সাধারণ মানুষ নির্যাতিত হচ্ছে। তবে পরিমাণ কিছু কমেছে।
কবিতা ভালো।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২১
মাকার মাহিতা বলেছেন: ক্ষমতার অপব্যবহার চলছেই চলবে।
রুখবে কে?
গ্রামের গরীবেরা ঋণের টাকার পাহাড়ের উপর বসত করছে। সেটা কি কেউ জানে?
৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৫
রাজীব নুর বলেছেন: মনোমুগ্ধকর।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২২
মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ।
৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: রুখতে হলে সচেতনদের সচেতনতা ও সুশিক্ষার হার বাড়াতে দায়িত্বশীল হতে হবে। গ্রামের সাধারণ মানুষ মেনে নিয়েছে, মেম্বার-চেয়ারম্যান,নেতাখ্যাতা তথা জনপ্রতিনিধিরা নিজেদের পকেট ভারী করার জন্য নির্বাচন করে। নির্বাচনের আগে চা নাস্তা করায়, কোলাকোলি করে- নির্বাচিত হওয়ার পর আঙুল দেখায়। পুলিশ ঘুষ খায়। অফিস আদালতে ঘুষ দিতে হয়। -- তাদের নতুন করে ভাববার সাহস আমাদের দিতে হবে। নইলে এসব বন্ধ হবে না।
সচেতন না হলে দেশ, মানুষ আরো কয়েকযুগ দারিদ্রসীমারর নিচে বসবাস করবে।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭
মাকার মাহিতা বলেছেন: পুরো সিষ্টেমটা চেঞ্জ করা এত সহজ হবে কি?
সড়ক-মহাসড়কে এখনো যে মৃত্যু মিছিল কমলো না?
সচেতনতা কবে হবে?
চলেন আমরাই শুরু করি।
৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: কতা হাছা, আম জনতার বেইল নাই
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪২
মাকার মাহিতা বলেছেন: জি হ্যাঁ, ঠিক তাই!
ধন্যবাদ প্রকৃতি প্রেমী @ সাদা মনের মানুষ
©somewhere in net ltd.
১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৪
মোছাব্বিরুল হক বলেছেন: সাধারণ মানুষ সব সময়ই নির্যাতনের শিকার।
ভালোলাগল।