নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লাস্যময়ী একটি মেয়ে
মিডিয়ায় কাজ করবে
মনে বড় আশা তার
বড় নায়িকা হবে!
বড় বড় পরিচালকের পিছে
তাই ছুটছে দিবারাতি
হঠাৎ একদিন দেখা পেল
হাসান বৈরাগী'র
মস্ত বড় পরিচালক সে
বেশ নামডাক তার
দামী দামী নায়ক নায়িকা
হেরে ফেরে পিছু তাঁর
একদিন সেই মেয়েটির
হঠাৎ ডাক পড়ল তার
বিশাল বাজেটের সিনেমায়
কাজ হবে সড়হার
নায়ক সে মস্ত বড়
হোমড়া চেহাড়ার
কাজ করতে প্রেম হল সেই
কি যে সেই ভাব
প্রেম হল ভাব হল
মেয়ে হারালো সব শেষ
কখন যে বাবু এলো
জাননো সে শেষমেষ
ছেলে জন্ম নিল তার
বাবা দেয় না পরিচয়
বলি মেয়ে তোমরা আর
করো না অভিনয়!
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৪
মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ, সূচরিতা সেন।
যদিও বেশি ভাল হয় নাই, ভাবাবেগ প্রকাশ করলাম মাত্র।
শুভকামনা রইল।
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫১
রাজীব নুর বলেছেন: গ্রেট।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৫
মাকার মাহিতা বলেছেন: থ্যাংকস!
৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০০
প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা। ধন্যবাদ
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭
মাকার মাহিতা বলেছেন: প্রামানিক ভাই, আপনার চমৎকার লেখনীর কাছে আমার এটা কিছুই না।
পোষ্টে মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভাল থাকুন সবসময়।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১
সূচরিতা সেন বলেছেন: সুন্দর লেখা।