নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বন্ধুর একটা বাইক আছে, বাজাজ পালসার ১৫০ সিসি। স্পিড খারাপ না। গত পরশু ছিল শুক্রবার। আগে থেকেই প্লান ছিল তিনশ ফিট রাস্তাদিয়ে কাঞ্চনব্রিজ যাব। সেদিন ঐ প্লান টা কাজে লাগালাম। বিকালের সোনালী রোদে বেশ ভাল লেগেছিল। কাঞ্চন ব্রিজ যাবার আগেই দেখলাম গ্রামের মানুষগুলো তরতাজা সবজী,গাছ পাকা কলা, দেশি পাকা পেপে,দেশী মুরগী, অারও অনেক প্রকার সবজী নিয়ে রাস্তার পাশে মৌসুমি বাজার বসিয়েছে। ঢাকার বড় বড় ধন্যাঢ্য ব্যাক্তিবর্গ দেখলাম গাড়ির বেকডালা ভরছে, কেউ ১০-১৫ বস্তা আবার কেউবা ৫/৬ বস্তা করে খরিদ করেছে। দেখে আমি মনে মনে মনস্তাপ করলাম অন্য একদিন আসবো। এরপর আমি যাই কাঞ্চন ব্রিজ এলাকায়। অনেক কথা হলো এখন ছবি কথা বলবে...
কাঞ্চন ব্রিজ থেকে তোলা ছবি।
কাঞ্চনব্রিজ থেকে তোলা। ওপারে শিমুলিয়া বাজার ঘাট।
এটাও কাঞ্চন বিজ্র হতে নেওয়া।
বড় বড় লঞ্চ। আমি জানতাম না যে এত বড় লঞ্চ এখানে আসে।
কুমারটেক গ্রামের সবুজ দৃশ্য।
গুতুলিয়া গ্রামের ছবি।
পিঠাগুড়ি গ্রামের পাশে দিঘি। বেশ চমৎকার।
আজ এই পর্যন্তই। আগামীতে আবার দেখা হবে নতুন কোন জায়গা। আমার হৃদয়ের বাংলা মায়ের কোন সবুজ চত্তরে। সেই পযর্ন্ত ভাল থাকুন সবাই। (চলবে)
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৭
মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ @ সুমন কর।
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
করুণাধারা বলেছেন: চমৎকার ছবি, ভালো লাগলো।
অবশ্য বাইকে করে ঘোরাঘুরি শুনে ভালো লাগলো না, এটা খুব বিপদজনক।
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৮
মাকার মাহিতা বলেছেন: বাইক সবসময় বিপদজনক। কিন্তু বাইক বেশ ভাল লাগে।
সাবধান করার জন্য থ্যাংকস।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৭
ঢাবিয়ান বলেছেন: অপরুপ আমাদের গ্রাম বাংলা।
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৯
মাকার মাহিতা বলেছেন: ঠিক বলেছেন @ ঢাবিয়ান।
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩৫
সনেট কবি বলেছেন: চমৎকার ছবি
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৯
মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ @ সনেট কবি।
৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪০
রাজীব নুর বলেছেন: বাইক খুব খারাপ জিনিস।
এজন্য আমি বাইক থেকে দূরে থাকি। পাঠাও ব্যবহার করি না।
বাসে চলাচল করি।
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১০
মাকার মাহিতা বলেছেন: আপনি তো দেখি বেশ বাইকফোবিয়ায় আছেন!
আমিও সাবধান থাকবো আশা করি।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
সুমন কর বলেছেন: সুন্দর পোস্ট !