নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশকিছু এলোমেলো ভাবনা মনের কোণে ভীড় জমায়,
স্মরি তারে আনমনে একেলা কোন এক বিকেল বেলায়।
মনের অজান্তে তাহারে স্মরে নয়নের কোনে একফোঁটা লোনা জল
কোথা থেকে আসে বলতে পারি না,
মনে মনে ভাবি, হায়, জীবনটা বুঝি এভাবেই কেটে গেল। তারে বিহীন!
অনেক হিসেব নিকেষ এখনো বাকি, জীবনের বাঁকে বাঁকে দাড়িয়ে থাকে কোন এক ললনাময়ী
দাড়িয়ে থেকে বলে, ওগো তুমি কি আমায় সত্যিই ভূলে গেলে?
মনের অজান্তেই হৃদয় থেকে নিংড়ে পরে এক ফোঁটা কষ্ট
ওটা মনে হয় নীল কষ্ট, নাকি লাল কষ্ট বলতে পারি না।
হৃদয়ে দহন হতে থাকে অনবরত অবিরাম প্রতিদিন,
আমি ব্যকুল হয়ে তার পানে চেয়ে থাকি,
ভাবি কোন দিন কি সে আর আসবে না আমার কাছে
আলিঙ্গন করে বলবে, ওগো প্রিয়া আমি তোমায় ভালবাসি!
সেদিনের বিকেল বেলার স্মৃতি বেশ ভাবায় আমায়
তারে নিয়ে সরশে ক্ষেতের ধারে বসে দুজনে
সন্ধ্যা নামে নামে এমন সময়
পাশে বহতা নদী, ওপারে আখের ক্ষেত
আমার দিকে তাকিয়ে সে একটা চুমু দেয়
মাঝে মাঝে আমি সেই সময়টা মনে করি
ভাবি তুমি আজ কত দুরে...
২০১৮/১০/০৪
ঢাকা
ছবিঃ গুগল
০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৭
মাকার মাহিতা বলেছেন: পাবো না আর পাশে তারে এ জীবনে কভু
ভাল রেখো তারে তুমি চিরদিন প্রভূ।
২| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৩
মেহেদী হাসান হাসিব বলেছেন: খুব বেদনাদায়ক একটা অনুভূতি।
০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৭
মাকার মাহিতা বলেছেন: হ্যাম, সত্যিই বেদনাদায়ক।
মাঝে মাঝে মনে হলে আমি দিকভ্রান্ত পথিক হয়ে যাই।
৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৮
মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ।
৪| ০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৯
বাকপ্রবাস বলেছেন: সুন্দর। ভাল লাগল।
০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৭
মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫২
হাবিব বলেছেন: মনের কোনে ভালো লাগার খেলে গেল দোল,
কাছে থাকুক প্রিয় মানুষ কাটুক সকল ভুল।