নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের সকল কথাগুলো যদি আরও গুছিয়ে লেখতে পারতাম...

মাকার মাহিতা

কবি হবো...

মাকার মাহিতা › বিস্তারিত পোস্টঃ

মানিকপুর টু কড়িয়াকান্দি ফেরির বদলে সেতু প্রয়োজন।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৪



নারায়ণগঞ্জের আড়াইহাজার হয়ে মানিকপুর ফেরিঘাট তারপরে মেঘনা নদী। ওপারে কড়িয়াকান্দি ফেরিঘাট, ব্রাহ্মণবাড়ীয়া জেলার অন্তর্গত। এই দুই জেলার মাঝে মেঘনা নদী বাঁধা হয়ে দাড়িয়েছে। এখানে যদি একটা ব্রিজ নির্মাণ করা হয় তবে অত্র এলাকার সাথে নারায়ণগঞ্জ তথা ঢাকার সাথে ব্রাহ্মণবাড়ীয়ার বাঞ্ছারামপুর, ছলিমাবাদ, ব্রাহ্মণবাড়ীয়া সদর, আখাউড়া, কুমিল্লার মুরাদনগর, কামাল্লা, আলগী, টনকী, চাঁদপুরের হোমনা, বাহেরচর, চরেরগাঁও ইত্যাদি এলাকার জনগণের যাতায়ত অনেক সহজতর হবে। সেই সাথে অত্র এলাকার সাথে ঢাকার ব্যবসা বাণিজ্য উন্নত হবে। তাদেরকে আর দাউদকান্দি দৌড়াতে হবে না। এর ফলে কাঁচপুর ব্রিজ এর উপর চাপ অনেকাংশে কমবে।

অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রী ওয়াই সেতু নির্মাণ করেছেন। এটা কমবেশি পযর্টন এলাকা হয়ে গেছে। শতশত মানুষ আমাদের নেত্রির এই ব্রিজ দেখার জন্য দেশির বিভিন্ন প্রান্ত হতে পরিদর্শন করতে আসছে। তাতে অত্র এলাকার পরিচিতি বাড়ছে। এলকার আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে। এটা আমাদের নেত্রীর অবদান সেটা স্বীকার করতে হবে।


ওয়াই ব্রিজ। স্যাটেলাইট থেকে নেওয়া ছবি।
সৌজন্যেঃ গুগল।

অতএব, মাননীয় প্রধানমন্ত্রী ও সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী জ্বনাব ওবায়দুল কাদের সাহেব কে আমার সবিনয় আবেদন এই জায়গা দিয়ে একটা চমৎকার ব্রিজ নির্মাণ করে আপনাদের পথচলাকে আরও বেগবান করবেন এবং অত্র এলকার মানুষের আর্থসামাজিক উন্নয়নে জোরালো ভূমিকা রাখবেন। যাতে করে আপনাদের কে তথা বর্তমান সরকার কে জনগণ সরাজীবন মনে রাখে।

ধন্যবাদ সবাইকে...

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২০

চাঁদগাজী বলেছেন:



আনুমানিক কত টাকা লাগবে? ব্রীজের দৈর্ঘ্য কতটুকু হবে?

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৪

মাকার মাহিতা বলেছেন: আনুমানিক কত টাকা লাগবে সেটা ব্রিজ কর্তৃপক্ষ বলতে পারবে।

মোটামুটি এক কিলোমিটারের একটু বেশি হবে।

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২০

রাজীব নুর বলেছেন: স্থানীয় এমপির সাথে কথা বলুন।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৫

মাকার মাহিতা বলেছেন: স্থানীয় এমপি সংসদে কথা বলতে গেলে মুখ ভেস্তে যায়। তারে বলে লাভ নাই। ভাবছি, শামীম উসমানকে জানাব ব্যপারটা।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৮

প্রামানিক বলেছেন: ঘটনা বুঝলাম না, বাড়ি জামাল পুর, শ্বশুরবাড়ি নীলফামারী ব্রীজ চাইলেন ব্রাহ্মণবাড়িয়ায় মাথাডা আমার আউলায়া গেল।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৫

মাকার মাহিতা বলেছেন: এই সেরেছে।

প্রামানিক ভাই দেখি সব জানে!

(*ওখানে আমার বন্ধুর বাড়ি, তার কষ্ট থেকে এই লেখার অবতারনা)

ধন্যবাদ

প্রামানিক ভাই।

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৬

সৈয়দ ইসলাম বলেছেন:

লাব্বাইক ইয়া আখি!!!!




এটা কল্পনা।( প্রধানমন্ত্রী ব্লগ ব্যবহার করেন না)

এলাকাবাসীকে আন্দোলনে নামনে হবে

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৭

মাকার মাহিতা বলেছেন: সৈয়দ ইসলাম

নেত্রীর ফটো দারুন চমৎকার। নেত্রী ব্লগ ব্যবহার না করলেও নেত্রীর অনুসারীরা তো দেখেন।
হয়তো কোন একদিন এই খবরটা নেত্রির কান পযর্ন্ত যাবে।

এলাকাবাসিকে আন্দোলনে নামাবে কে?

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

চাঁদগাজী বলেছেন:


আপনি ব্রীজের কথা বলছেন, আনুমানিক দাম জানেন না; প্রশ্নফাঁসে পাশ করেছেন?
পদ্মাব্রীজ থেকে আনুমানিক হিসেব করেন, উহা ১ বিলিয়নের কাছাকাছি হবে।

০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৪

মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী সাহেব, এহেন সুন্দর ও অভিনব মন্তব্য রেখে যাবার জন্যে। জ্বি হ্যাঁ, আমি অবশ্যই ব্রিজ নির্মাণ ব্যায় বাবদ আনুমানিক কত খরচ হবে তা বলতে পারছি না। কারণ, আমি কাদের সাহেব রিলেটেড কেউ না। যদি তার মন্ত্রনালয় অথবা তমা কন্সট্রাকশন রিলেটেড কেউ হতাম তবে হয়তো বলে দিতে পারতাম!

না জ্বনাব, আমি প্রশ্ন ফাঁস করে পাস করি নাই। তবে বর্তমান পরিস্থিতিতে নানান ধরনের প্রশ্নই নিজেকে ফাঁস করছে! মনের মধ্যে হাজার রকমের প্রশ্ন হাসফাঁস করছে কিন্তু কোন কুলকিনারা করতে পাচ্ছি না। নেত্রী আপাকে যদি ডাইরেক্ট বলতে পারতাম তবে হয়তো কাজ হতো। কিন্তু, রাষ্ট্রপতির মতো বেফাঁস কথা বলতে পারিনা, এটাই সমস্যা।

জ্বি জ্বনাব, পদ্মা ব্রিজ-এর নির্মাণ ব্যায় যে হারে বাড়ছে, তাতে মনে হচ্ছে চায়নিজরা বাংলা টাকা কনভারসন করতে করতে বেহুঁস হয়ে গেছে। হিউজ পরিমান বাংলা টাকা তের টাকা দিয়ে গুন করতে করতে কত আরএমবি হচ্ছে তা তারা নিজেই বলতে পারছে না। কারণ, তারা কল্পনাও করতে পারেনি যে, এক পদ্মা ব্রিজ দিয়ে এত টাকা আয় করতে পারবে!

তারা জানে, পদ্মা সেতু নির্মাণ করতে যে পরিমান অর্থ ব্যয় হচ্ছে তা দিয়ে তারা হাইজু-ম্যাকাও-হংকং এর মতো আরও তিনটা ব্রিজ নির্মাণ করতে পারতো। তাই দেখে তারা মনে মনে হাসে, আর বাংলা সবজী দিয়ে চাইনিজ ডিস রান্না করে খায় আর পদ্মা নদীর আইর মাছ দিয়ে ডিনার করে!

জ্বনাব চাঁদগাজী সাহেব, আমি আপনার এই কথার দ্বিমত পোষন করতে পারছি না। কারণ, আপনি যা বলেছেন তা অবশ্যই অনেক ভেবেচিন্তে বলেছেন। তাই আমি আপনার সেই কথার পুনরাবৃত্তি করছে, “উহা ১ বিলিয়নের কাছাকাছি হবে”। তবে উহা যেন তা না হয়, আমার বন্ধুর সেই আশা যেন পূর্ণ হয় সেই কমনায় করছি।

৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৯:১৭

সনেট কবি বলেছেন: আপনার আশা পূরণ হোক।

০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৬

মাকার মাহিতা বলেছেন: আমার আশা পূরণ না হলেও চলবে, অন্তত আমার বন্ধুর মনের আশাটা পুরন হোক।

শুভকামনা রইল।

৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:১০

খায়রুল আহসান বলেছেন: বন্ধুর কষ্ট থেকে এ পোস্টটা লিখলেন, আশাকরি আপনার কোন ব্লগবন্ধুর কল্যাণে দাবীটা সরকার প্রধানের কান পর্যন্ত পৌঁছাবে। তবে স্থানীয় জনগণ একতাবদ্ধ হয়ে দাবী জানালে জনপ্রতিনিধিদের টনক নড়তে পারে।

০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৬

মাকার মাহিতা বলেছেন: আমিও সেই আশাই করছি।

ধন্যবাদ, খায়রুল আহসান সাহেব।

৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৭

সৈয়দ ইসলাম বলেছেন:
প্রধানমন্ত্রী যে আন্দোলনের কথা বলছেন আমি সেটার কথা বলছি না। আমি বলছি, ঐ এলাকার মানুষ যদি কিছুদিন সাংবাদিকদের দ্বারা কিছু নিউজ ছাপানোর ব্যবস্থা করতো। ধারাবাহিকভাবে মাত্র কতেকটা দিন, তবে হয়ত কিছু একটা হয়ে যেতো।

ধন্যবাদ

০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৮

মাকার মাহিতা বলেছেন: এবার বুঝতে পারছি। এজন্য ধন্যবাদ আপনাকে।

হ্যাঁ, আমি আমার বন্ধুকে বলবো মিডিয়া লবিং করার জন্য। যদি হোমরাচোমড়া কেউ পেয়ে যায় তবে তো হয়েই যাবে।

তার দ্বারা যদি এলাকাবাসির উন্নয়ন হয় তবে মন্দ কি?

৯| ০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৫

আরজু পনি বলেছেন: যৌক্তিক অধিকারে ভয়েস রেইজ করা..এটাও দেশপ্রেম।
আপনার দাবী বাস্তবে পরিণত হোক...
শুভকামনা রইলো।

০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৯

মাকার মাহিতা বলেছেন: “যৌক্তিক অধিকারে ভয়েস রেইজ করা..এটাও দেশপ্রেম”

চমৎকার কথা বলেছেন।

আমিও সেই আশা করছি, কোন একদিন সেই দাবী বাস্তাবে পরিনত হবে।

১০| ০৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০০

খায়রুল আহসান বলেছেন: @আরজু পনি, যৌক্তিক অধিকারে ভয়েস রেইজ করা..এটাও দেশপ্রেম - খুবই চমৎকার একটা কথা বলে গেলেন। ধন্যবাদ।

০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫০

মাকার মাহিতা বলেছেন: আপনাকেও ধন্যবাদ, জনাব খায়রুল আহসান সাহেব।

শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.