নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের সকল কথাগুলো যদি আরও গুছিয়ে লেখতে পারতাম...

মাকার মাহিতা

কবি হবো...

মাকার মাহিতা › বিস্তারিত পোস্টঃ

সাবু মিয়ার বাইক পরে

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৪২

সবু মিয়া বাইক চালায়
বেশ কিছুদিন হলো
এরই মাঝে পুলিশ তারে
মামলা ঠুকে দিলো।

রংরোডে ছিল বাইক
এই তার আপরাধ
তাই না দেখে সবু মিয়ার
উবে গেল বাইকের সাধ।

টেক্স টোকেন সিজ করলো
নয়শ টাকা ফাইন
একে বারেই সে নাকি
ভাঙছে তিনটা আইন।

সপ্তা খানেক পরে যেদিন
হাজির হলো তা নিতে
ট্রাফিক পুলিশের ভাব দেখে
জ্বলে গেল তার পিতে।

কাউন্টারের পুলিশ গুলো
খোশ গল্পে মজে
এদিক সেদিক তাকায় আর
কি যেন কি খোজে।

এক ভদ্র লোকের মামলা নিয়ে
সে কি হাসাহাসি
কয় বউ তুলেছেলন বাইক পরে
করে ঠাসাঠাসি।

পুলিশ কহে বউ কেন হে
ডারলিংও যদি তুলেন
হেলমেট ছাড়া উঠলেই তবে
বড় আসামি হবেন।

হবু মিয়া মুচকি হাসে
মনে মনে কয়
সরকারী লোকজনদের আজ
মুখেনা কিছু রয়?

রাষ্ট্রপতি বেফাস কথায়
বেজায় পটু রে
আমি যদি কই তবে হে
দোষ ধরবে কে?

রাষ্ট্রপতি বা পুলিশ বলেন
এহেন সাবলীল কথা
সমাজটা আজ যাচ্ছে কোথায়
আছে কি কারো মাথা ব্যথা?

এমন সমাজ চায় না সাবু
গাজাখুরি সব কান্ড
রুখো যদি না আজই তবে
বাড়বে কুলশিত গলোগন্ড!!!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৫০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কাউন্টারের পুলিশ গুলো
খোশ গল্পে মজে
এদিক সেদিক তাকায় আর
কি যেন কি খোজে।

.............................................................................
আরকি খোঁজে ভাই
নোট ছাড়ুন, বুকে নেব ঠাঁই ।

২| ১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩০

রাজীব নুর বলেছেন: মজার।

৩| ২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫২

নজসু বলেছেন: আপনার ছন্দের যাদুতে বিমোহিত হলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.