নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের সকল কথাগুলো যদি আরও গুছিয়ে লেখতে পারতাম...

মাকার মাহিতা

কবি হবো...

মাকার মাহিতা › বিস্তারিত পোস্টঃ

বঙ্গবন্ধু স্যাটেলাইট ও আমার কিছু কথা

২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৯



গতকাল আমার এক কলিগ-এর সাথে কথা হচ্ছিল। কথায় কথায় উনি বলল, আচ্ছা বলুন তো, বঙ্গবন্ধু স্যাটেলাইট-এর তো আর কোন খবর পাচ্ছি না? উত্তরে বললাম, এটা বাংলাদেশ তো খবর আস্তে আস্তে আসবে। স্যাটেলাইট উঠছে মাত্র এটা ঠিক মতো ফিট হতে দেন তারপর খবর নিয়েন।

স্যাটেলাইটের কিছু তথ্যঃ


আমার কলিগ-এর প্রশ্নমতে, আমারও একই প্রশ্ন, আচ্ছা এটা কবে কার্যকর হবে?

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: প্রশ্ন না করে, উত্তরটা জেনে যদি পোস্ট দিতেন, একটা কাজের কাজ হতো।

২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৩

মাকার মাহিতা বলেছেন: সরকারের তথ্য বাতায়নের হেল্প লাইনে কল দিয়েছিলাম কিছুদিন আগে। তাঁদের জিজ্ঞাসা করেছিলাম, বঙ্গবন্ধু স্যাটেলাইট কবে কার্যক্রম শুরু করবে, উত্তরে তারা বলল আমাদের কাছে কোন তথ্য নেই, পরে ফোন দিয়ে যোগাযোগ করুন।

২| ২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪০

কে ত ন বলেছেন: কলাবাগানের বাসিন্দারা এরই মধ্যে এই স্যাটেলাইটের সুবিধা পেতে শুরু করেছে।

তবে আমাদের মত আম আদমি বঙ্গবন্ধুকে যে আকাশে পাঠানো গেছে তাতেই খুশী উহা কোন কাজে লাগুক বা না লাগুক।

২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৪

মাকার মাহিতা বলেছেন: “কলাবাগানের বাসিন্দারা এরই মধ্যে এই স্যাটেলাইটের সুবিধা পেতে শুরু করেছে” এই শিরোনামের লেখাটা পড়লাম, ওখানে লেখক যে সকল লিংক ছবি সহ প্রকাশ করেছে তা আমি গত ২ মাস আগেই ভিজিট করে এসেছি। সেখানে ফলপ্রসু কোন নিউজ পেলাম না। এই ওয়েবসাইটে কিছু তথ্য পেলাম সেটাও অসম্পূর্ণ।


দ্বিতীয় যে কথা টা আপনি বলেছেন, তার সাথে আমি একমত হতে পারলাম না কারন, এত টাকা দামের একটি প্রকল্প উহা কেন কাজে লাগবে না, যদি কাজে নাই বা লাগে তবে কেন তা উৎক্ষেপন করা হলো।

আমি আশা করি, বঙ্গবন্ধু স্যাটেলাইট দ্রুত তার কার্যক্রম শুরু করবে, এই প্রত্যাশাই করি।

৩| ২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৫

ফেনা বলেছেন: পোষ্ট ভাল হয়নি।
তেমন কোন তথ্য নেই।

২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৭

মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ ফেনা আপনার সঠিক সমালোচনার জন্য।
আগামীতে আমি তথ্যবহুল তথ্য নিয়ে পোষ্ট করব। সেই অপেক্ষায় থাকুন।

ধন্যবাদ।

৪| ২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৬

রাজীব নুর বলেছেন:
চাহিবামাত্র সেঞ্চুরী করতে বাধ্য থাকিব - বিরাট কোহলি

২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৩

মাকার মাহিতা বলেছেন: সঠিক বুঝতে পারলাম না রাজীব নুর
যদি বুঝিয়ে বলতেন,

৫| ২৪ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

কলাবাগান১ বলেছেন: আপনাদের মত লোকেরা কোনদিন স্যাটেলাইট বানান করার ও ক্ষমতা ছিল না লেট এলন এর ব্যবহার কিভাবে হবে সেটা বুঝার

২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৫

মাকার মাহিতা বলেছেন: “লেট এলন” এটা আবার কি জিনিষ?কলাবাগান১

৬| ২৪ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

নজসু বলেছেন: সময়মতো হয়তো এর কার্যক্রম শুরু হবে।

২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৬

মাকার মাহিতা বলেছেন: হবে হয়তো..-

৭| ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪২

মুহাম্মদ কবির এফ মুক্তাদির বলেছেন: এই কাজে সরকার প্রচুর টাকা দুনীতি করছে ।

২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৮

মাকার মাহিতা বলেছেন: সেটা আমি কিভাবে বলবো? দুর্নীতি করেও যদি কাজ হয় তবে খারাপ কি, জনাব কবির এফ মুক্তাদির

৮| ২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:০২

সবুজের ইবনে বতুতা বলেছেন: নজসু’র মন্তব্যে সহমত।

২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৯

মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.