নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের সকল কথাগুলো যদি আরও গুছিয়ে লেখতে পারতাম...

মাকার মাহিতা

কবি হবো...

মাকার মাহিতা › বিস্তারিত পোস্টঃ

নির্বাচনের ডিগবাজী

২৭ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:০০



হায়রে কি ডিগবাজী চলছে দিবা রাত্রি
ক্ষমতাধরা হলো এবার দুর্বলের সহযাত্রি,
পল্টি খায় পাল্টা-পাল্টি আসন চায় তারা
দেখে না কেউ সে ছিল যে হারাধন সর্বহারা!

সুস্থ থেকেও অসুখের ভান করে যায় হরদম
সাধারণ জনগণের মনে প্রতি সেকেন্ডে বিভ্রম,
কমিশন কয় এক কথা ক্ষমতাসীনরা আরেক
মুমূর্ষ্যপ্রায় দলগুলো তাই সদা তাকায় বারেক!

কি হবে না কি হবে দুরু-দুরু মনে
বিড়বিড় করছে তারা, সবাই জনে জনে
নির্বাচনে কি হবে আজ সেই কথার-ই খই
ফুটছে সবার মুখে মুখে রবছে হই হই!

অলি-গলি চায়ের দোকান
পানের দোকান বটেই,
সুরুত সুরুত চা'র কাপে
কত ঘটনা রটেই?

পিঠ ঠেকেছে বি,এন,পির
আওয়ামীলীগ কয় দাঁড়াও,
জাতীয় পার্টির ডিগবাজি আজ
সকলে তারে সরাও!

পাতানো নির্বাচন হয় যদি আজ
না পেয়ে জন সমর্থন
করবে আতাঁত গোপন করে
করবে করমর্দন।

হোক নির্বাচন ফেয়ার তবে
জনগণ দেবে ভোট
চাই ফিরিয়ে ভোটাধিকার আজ
হোক না যতই জোট!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৩

রাজীব নুর বলেছেন:

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৪১

মাকার মাহিতা বলেছেন: ডিগবাজীর অনুপম প্রকাশ।

২| ২৭ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪০

সমালোচক মন্তব্যকারী বলেছেন: রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, 'তোমরা হিংসা-বিদ্বেষ থেকে বাঁচো। কেননা, হিংসা মানুষের নেক আমলকে এমনভাবে ধ্বংস করে, যেভাবে আগুন লাকড়িকে জ্বালিয়ে দেয়।' (আবু দাউদ)

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৪২

মাকার মাহিতা বলেছেন: কথা সত্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.