নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দলাদলি আর ফেরকা ফাঁদে
ইসলাম আজ কোথায় রে,
তাবলীগ জামাত দু-ভাগে আজ
সাদ পন্থীরা কোথায় রে?
যোবায়ের সাহেবের এক তরীকা
সাদ সাহেব কয় আরেক!
মতবিরোধ চরমে এবার
লাশের মিছিল সারেক!
নবী মোহাম্মদ-এর আসল ইসলাম
ধর্ম মানে সবাই
ইহুদীরা ফায়দা লুটে
করে মুসলমান জবাই!!!
এমন সংঘাত চাই না আজি
মানুষ মরুক রাস্তায়
বলি, মুসলমানের প্রাণ কি আজ
তাই বলে এত সস্তায়???
ইন্টারনেট আর টিভি সিরিয়াল
চরিত্র ধ্বংসের পায়তাঁরা
ইহুদীরা সফল আজি
খুশিতে তারা মাতোয়ারা।
ঈমান-আমালের কথা কয়ে
মারলো আরেক সাথীরে
কি জবাব দিব তবে
মুনকার নকীরে?
দীপ্ত ঈমান পথের পথিক
হও একসাথে আজি
ফেরকা-তফাত যতো আছে
বুঝাও যে সে পাঁজি!
সেই ঈমানের মুসলিম তবে
দলে দলে কেন ম্লান
সলিড পথের পথিক সে যে
কোথা সে মুসলমান?
-----------------------------------------------------------
ঢাকা
০১/১২/২০১৮
০৪:২৬ অপরাহ্ন
০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৯
মাকার মাহিতা বলেছেন: আমিও সেটাই ভাবছি, কোথা সে মুসলমান?
২| ০১ লা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
স্রাঞ্জি সে বলেছেন:
ভালো লিখেছেন।
তাবলীগ আর ঠিক হবেনা। বাঙালি মানুষ তাবলীগে আবেগে যোগ দিয়েছিল। এখন থুতু পেলতেছে।
০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১০
মাকার মাহিতা বলেছেন: কিন্তু এমন একটা দলে দলাদলি কাম্য নয়!
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ মাকার মাহিতা - জনাব, আজ টঙ্গী ইজতেমা মাঠ দখল নিয়ে তবলীগের দুই গ্রুপের মধ্যে যে সংঘর্ষ হলো সেটা কি ইহুদিদের ষড়যন্ত্র ? যে লোকটি মারা গেছে তাকে কি ইহুদিরা জবাই করেছে ?
আফসোস ! আপনাদের নিয়ে ।
০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১২
মাকার মাহিতা বলেছেন: না ওটা ইহুদির ষড়যন্ত্র হতে যাবে কেন?
আরও যে আদার্স বিষয় গুলো আছে যার দরুন মুসলমান আজ পথভ্রষ্ট সেই সকল বিষয় গুলো বুঝাতে চেয়েছি। ভুল বললে মাফ চাচ্ছি!
৪| ০১ লা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন: চমৎকার !!
সবাই কবির উপদেশ মেনে চলুন।
আমিন
০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১২
মাকার মাহিতা বলেছেন: উপদেশ দিলাম কই?
৫| ০১ লা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯
রাজীব নুর বলেছেন: খাটি মুসলিম নাই নাই নাই।
০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০১
মাকার মাহিতা বলেছেন: খাঁটি মুসলমান পাওয়া সত্যিই দুরুহ ব্যপার, আজকের এই ডিজিটাল যুগে!
৬| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৬
নজসু বলেছেন:
আজ মুসলমান, মুসলমানের বড় শত্রু।
০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০২
মাকার মাহিতা বলেছেন: সেটাই তো দেখতে পাচ্ছি? সামনের দিনগুলো কি হবে কে জানে?
৭| ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
৩১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৪
মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০১ লা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২
নতুন-আলো বলেছেন: কোথা সে মুসলমান??