নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের সকল কথাগুলো যদি আরও গুছিয়ে লেখতে পারতাম...

মাকার মাহিতা

কবি হবো...

মাকার মাহিতা › বিস্তারিত পোস্টঃ

ঘড়িঘন্ট

১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৫




সকাল ৯ টায় ঘড়িঘন্ট বেঁধে অফিসে আসি
কোনদিন কাজ থাকে কোন দিন বসে বসে
মাউস কি বোর্ডের সাথে সখ্যতা গড়ি
আবার কখোনো ব্লগে ঢু মারতে হয়
কখনো বা ফেসবুকে,

জীবন কেমন একপেশে হয়ে যাচ্ছে
বানিজ্য করবো ভাবছি এবার
তবে বাটপার মানুষ সকল
পুঞ্জিপাট্টা নিয়ে টানা হ্যাচড়া করবে!
শেষেমেষ পথে বসতে হয় নাকি!
এই সংশয় মনে বাসা বাঁধে
তৎখনাৎ এআশার ইতি টানি!

ছয়টায় বাসায় ফিরে অন্য ডিউটি
ভাবছি কেন বড় হলাম রে মনু
ছোট ছিলাম ওই তো ছিল ভাল
ফাগুনের পাগলা বাতাসে
একাকী আনমনে ঘুরে বেড়াতাম
দিকভ্রান্ত পথিকের মতো।

নয়টা ছয়টা অফিস করতে হবে
সংসার চালাতে হবে
খাড়ে রাহো বন্দোবস্ত
সুবহাছে সাম তাক
এ কেমন জীবন যাপন
আমি তো অবাক!



(বিঃদ্রঃ যারা চাকরী ভালবাসেন তাদের তিরস্কার করনার্থে কিন্তু এ লেখা নয়, শুধুমাত্র আমার ব্যক্তিগত হৃদয় নিঃসৃত কথামালা কিবোর্ড-এর বাটনের মাধ্যমে ব্লগে উপস্থাপন মাত্র, কেউ কিছু মনে নিয়েন না! চাকরী করতে করতে পানসে জীবন আমার, অন্যদিকে চাকরী না করেও নেই কোন উপায়, সংসার চালাতে হবেই, ঘাড়ে জোয়াল পড়েছে যে...)


((১০.০২.২০১৯ খ্রিষ্ট্রাব্দ, বাংলা ২৮ মাঘ ১৪২৫ সন))
((ছবিঃ নিজের তোলা মোবোক্যাম))

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০০

সুমন কর বলেছেন: না মিথ্যে বলেন নি.............ছোটবেলাই ভালো ছিল। বাস্তব লেখায় প্লাস।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৪

মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫১

রাজীব নুর বলেছেন: কর্পোরেট দুনিয়া।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৫

মাকার মাহিতা বলেছেন: কর্পোরেট দুনিয়ায় ব্যস্ত সবাই!

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৫

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: এ চাকরি কিছুদিন করে হতাশ হয়ে বেরিয়ে এসেছি। গবেষনায় ফিরে যাচ্ছি। ফুটন্ত কড়াই টু জ্বলন্ত উনুন। থোড় বড়ি খাড়া..।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩১

মাকার মাহিতা বলেছেন: "থোড় বড়ি খাড়া..।" বিষয়টা কি?

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৩

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: বিষয়টা লাউ আর কদু আর কি।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৫

মাকার মাহিতা বলেছেন: ও আচ্ছা...! যেই লাউ সেই কদু! বিষয়টা বুঝা গেল...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.