নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ সকালে গিয়েছিলাম মৈনট ঘাট
যেয়ে দেখি বসছে বিশাল মাছের হাট
মলা, ঢেলা, শৈল, পুটি আরও আছে
পদ্মা নদীর তাজা ইলিশ ডালার মাঝে।
জেলে গুলো নৌকা নিয়ে ভীড়ছে তীরে
হরেক রকম মাছ গুলো সব ঢালছে ধীরে
শান্ত নদীর কোমল হাওয়া গায়ে লাগে
মাছ বাজারের হাঁক-ডাক আমায় মাগে।
তাজা সকল নদীর মাছ কম দামে
হাঁকছে মাছেল এক হয়ে সব সমস্বরে
নতুন যারা না জেনে সব গেছে সেথায়
ঠকবে তারা কিনতে মাছ হর-হামেশায়।
মাঝির সাথে সরাসরি কিনতে হয়
থাকবে না তবে কোন ঠকার ভয়
তরতাজা মাছ মিলবে তবে মৈনট ঘাটে
ভুনা খেতে পাবেন মজা নিজ বাটে।
লেট না করে চলুন তবে মিনি কক্সবাজার
ব্যস্ততা সব ঝেড়ে ফেলুন হোন আজার
মিলবে বেশ রিলাক্স তব আপন মনে
বলে গেলাম এটাই আমি জনে জনে।
ছবিঃ আই ফোন ৬
তাং_ ১৯/০২/২০১৯, বাং_০৭/১১/১৪২৫
লোকেশনঃ মৈনট ঘাট, দোহার উপজেলা।
ল্যাটিটিউড: 23.6194006
লংজিটিউড: 90.0658777
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২২
মাকার মাহিতা বলেছেন: সময় কম ছিল বলে বেশি ছবি তুলতে পারি নাই।
ধন্যবাদ পাঠক কে তার সুন্দর প্রতিক্রিয়া প্রকাশের জন্য!
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০২
বাকপ্রবাস বলেছেন: ভরে গেল মনপ্রাণ তাজা মাছ, ছড়ায়
মন চাই ভেজে খাই তেলে নুনে কড়াই
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৪
মাকার মাহিতা বলেছেন: কিছুক্ষণ আগে নদীর ছোট মাছের চচ্চড়ি খেলাম। বেজায় স্বাধ হয়েছে। আপনার দাওয়াত রইলো!
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৬
মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ রাজীব নুর।
শুভকামনা।
©somewhere in net ltd.
১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ছন্দ দারুন হয়েছে
অার কয়টা ছবি দিলে মন্দ হতো না।