নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের সকল কথাগুলো যদি আরও গুছিয়ে লেখতে পারতাম...

মাকার মাহিতা

কবি হবো...

মাকার মাহিতা › বিস্তারিত পোস্টঃ

সবুজ বনে আপন মনে

০২ রা মার্চ, ২০১৯ সকাল ১১:৩৫



সবুজ বনে আপন মনে ঘুরে বেড়াই
বিরহ মনে রিক্ত হাতে সানাই বাজাই

হিম-শীতল দারু বনে উছাল হাওয়ায়
হৃদয় দোলে ঝুমন নাচে যায় চলে যায়

বন-বাদারে ঘুরে ফেরে কি মজা পাই
বলবো না কো এই বিহনে আমি তোমায়

বনের ফুলে কি জাদু হে বুঝবে না কো
মেষ্ঠা ঘ্রাণের কি মোহ গো জানো না তো!

পাহাড় মাঝে বয়ে বেড়ায় কুমারী নদী
সছল জলের কি মাধুরীগো কি মাধুরী

পান পেতে চায় অমিয় সুধা হৃদয় মাগে
সকল জল সাবাড় করি আশা জাগে

ঘুরে বেড়াই এই আমি আপন মনে
দিন-দুপুরে, রাত-বিরাতে সবুজ ধামে

বরষার জল নুপুর পায়ে আওয়াজ তুলে
তাই দেখে হৃদয় নাচে হেলে দোলে

বুকের জমা কষ্ট গুলো নুয়ে পড়ে
সবুজ পাতায় পানির সাথে ঝড়ে পরে

এই সবুজে এতো মায়া যে কেমনে বুঝাই
তাই তো আমি পরে মরি আপন সুধাই



০২/০৩/২০১৯
রামচন্দ্রপুর।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৯ দুপুর ২:৩৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

২| ০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৩:৩৮

মাহমুদুর রহমান বলেছেন: সবুজ প্রকৃতির মত আপনার এই কবিতা মুগ্ধকর!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.