নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের সকল কথাগুলো যদি আরও গুছিয়ে লেখতে পারতাম...

মাকার মাহিতা

কবি হবো...

মাকার মাহিতা › বিস্তারিত পোস্টঃ

এই গরমে কাঁচা আমের শরবত পান করুন, সুস্থ থাকুন।

২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৩৫



উপকরণঃ
১। কাঁচা আম পরিমান মতো
২। চিনি পরিমান মতো
৩। পুদিনা পাতা ১০ টা
৪। ধনে পাতা এক কাপ
৫। একটি কাঁচা মরিচ
৬। ভাজা জিরার গুড়া ১/২ টেবিল চামচ
৭। বিট লবন এক চা চামচ
৮। চার ভাগের এক ভাগ লেবু
৯। নরমাল লবন পরিমান মতো

প্রস্তুত প্রনালীঃ
কাঁচা আমের খোসা ছাড়াবেন। একটি পরিষ্কার ব্লেন্ডারে রাখবেন। প্রথমে এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে উপরের সব উপকরণ দিয়ে ব্লেন্ড করবেন। মিহি হয়ে গেলে আরও ২ গ্লাস ঠান্ডা পানি দিয়ে ব্লেড করুন।

পরিবেশনের আগে দু টুকরো বরফ দিয়ে ও এক চিলতে লেবু গোল ও একটা পুদিনা পাতা দিয়ে পরিবেশন করুন।

সুত্রঃ ইউটিউব। (কাচা আমের সরবত দিয়ে সার্চ দিন পেয়ে যাবেন।)


ধন্যবাদ সবাইকে। এই গরমে সবাই কুল থাকুন। বেশি বেশি শরবত ও খাবার সেলাইন পান করুন!

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:১১

পবিত্র হোসাইন বলেছেন: টক :-<

২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:২১

মাকার মাহিতা বলেছেন: টক-ঝাল-মিষ্টি।

২| ২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯

সাদা মনের মানুষ বলেছেন:

২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:২১

মাকার মাহিতা বলেছেন: ))::

৩| ২৪ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:০৮

অনল চৌধুরী বলেছেন: এর আবিস্কারক কে?
এতোকিছুর পরিবর্তে শুধু লেবর পানি খেলেই হয়।

২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:১৮

মাকার মাহিতা বলেছেন: লেবুর পানি ও এইটার মধ্যে তফাৎ আছে।

এটা টক-ঝাল-মিষ্টি, পান করতে দারুন।

৪| ২৪ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৪০

রাজীব নুর বলেছেন: দেখি আগামীকাল খাবো।

২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:১৯

মাকার মাহিতা বলেছেন: প্রস্তুত প্রনালী বেশ সহজ। ট্রাই করে দেখতে পারেন।

৫| ২৫ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৫১

ব্লগার_প্রান্ত বলেছেন: আজকে কাঁচা আম মাখা খেয়েছি, রাস্তার পাশে এক লোক বিক্রি করছিলো

২৫ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:২৫

মাকার মাহিতা বলেছেন: গতকাল পান করিলাম।
বেশ চমৎকার, তবে চিনি একটু কম ছিল।

৬| ২৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০৯

অজ্ঞ বালক বলেছেন: মিষ্টি আম ছাড়া খাই না, কাঁচা আম ভালা পাই না!!!

৭| ২৭ শে মে, ২০১৯ বিকাল ৫:০১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.