নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পদ্মা সেতু চলমান। আশাকরি দ্রুতই এই মেগা প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবে। বাস্তবায়িত হয়ে, যান চলাচল শুরু হলে, দক্ষিণাঞ্চলের ২২ টি জেলার যোগাযোগ ব্যবস্থা ও আর্থসামাজিক উন্নয়ন হবে ফাইভ জি গতিতে। সাথে রেল যোগাযোগ বৃদ্ধি পাবে। জীবনযাত্রার মান উন্নয়ন হবে। ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। রাজধানীর সাথে সে অঞ্চলের মানুষের সেতু বন্ধন হবে।
গুগল ম্যাপ বর্তমানে মানুষের যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজ করেছে। এই ধরুন আমি কোন জায়গা চিনি না জানি না, শুধু গুগল ম্যাপ করলেই সেই নিদিষ্ট জায়গাতে আমি যেতে পারছি। তাই, সময়পেলেই গুগল ম্যাপ ঘাঁটাঘাঁটি করি। বাঞ্ছারামপুরের ওয়াই ব্রিজ কিছুদিন আগে উদ্বোধন করা হয়েছে। এতে তিন থানার সাথে যোগাযোগ উন্নয়ন হয়েছে।
ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়ল, ঐ পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট। যেখানে পদ্মাসেতু হওয়ার কথা ছিল শুনেছিলাম। যাই হোক আমার কল্পিত তিন টি সেতু গুগল করে আমার মনে উদগত হলো। ওয়াই ব্রিজ দেখেই এই কনসেপ্ট মাথায় আসলো। তাই আমি আমার স্বল্প জ্ঞানের মাধ্যমে তা আঁকলাম। এবং সাথে সংযোগ সড়ক ও এঁকেছি। নিচের ছবিতে দেখুন বিস্তারিত।
এখানে তিনটি সেতু।
ক) দৌলতদিয়া-পাটুরিয়া সেতু
খ) রাজধারদিয়া-তেওতা সেতু
গ) চর নন্দলালপুর-ধাওয়াপাড়া সেতু
সেতুর সাথে আমি সংযোগ সড়ক ও স্থাপন করে দিয়েছি। ধরুন পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হলো। এরপর ঢাকা টু ফরিদপুর রাজবাড়ী যাতায়াত অনেক সহজ থেকে সহজতর হবে। তাতে কোন সন্দেহ নাই। এরপর যারা পদ্মা পাড়ি দিয়ে পাবনা যাবেন তারা গ নম্বর সেতু ব্যবহার করবেন। তাতে তারা সহজে রাজশাহী ও উত্তর বঙ্গ যেতে পারবেন।
আবার ক নং সেতু দিয়ে রাজবাড়ির সাথে দু দিক থেকে ঢাকার যোগাযোগ সহজ হবে। ওটা দিয়ে যারা পাবনা/রাজশাহী/সিরাজগঞ্জ যেতে চান যেতে পারবেন। তারা রাজধারদিয়া-তেওতা সেতুও ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে ক নং সেতু না হলেও খ ও গ নং সেতু অবশ্য দরকার। কারন পদ্মা সেতু দিয়ে ক নং সেতুর কাজ সারা যাবে।
রাজধারদিয়া- তেওতা সেতুর ফলে বঙ্গবন্ধু সেতুতে চাপ অনেক কমবে। কেননা, রাজশাহী বিভাগের সকল গাড়ি খ নং সেতু দিয়ে পার হতে পারবেন। তাতে তাদের সময় অনকে কমবে। এই কল্পিত সার্কেল ব্রিজ নির্মাণ কাজ যদি শেষ হয় তবে ঢাকার সাথে খুলনা, রাজশাহী ও উত্তর বঙ্গর যাতায়াত সহজ হবে এবং সময়ও বাঁচবে।
অতএব, মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর নিকট আমার আকুল আবেদন, উক্ত সার্কেল ব্রিজের তিন টি সেতুর প্রকল্প একনেকে অনুমোদন দিয়ে দেশ ও জাতির সেবা করবেন। এবং দেশের সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে যথাযত ভূমিকা বজায় রাখবেন।
ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী ও যোগাযোগ মন্ত্রী, ধন্যবাদ সবাইকে।
২| ১৯ শে জুন, ২০১৯ দুপুর ২:৪৫
করুণাধারা বলেছেন: ভালো আইডিয়া।
০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:৫১
মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ।
৩| ১৯ শে জুন, ২০১৯ দুপুর ২:৫৩
রাজীব নুর বলেছেন: ভেরি গুড।
০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:৫১
মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ।
৪| ১৯ শে জুন, ২০১৯ দুপুর ২:৫৭
হাসান কালবৈশাখী বলেছেন:
সড়কের চেয়ে বেশী দরকার দ্রুতগামী রেলওয়ে।
প্রতিটি জেলার সাথে ডবল লাইন যোগাযোগ সহ দ্রুতগামী রেলওয়ে।
০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:৫০
মাকার মাহিতা বলেছেন: সেটা হলে তো ভালই হতো..
৫| ১৯ শে জুন, ২০১৯ বিকাল ৫:১৬
চাঁদগাজী বলেছেন:
সুন্দর ভাবনা, যাকাতের টাকা সংগ্রহ করুন, ৩ বছরে ৩টি সেতু হয়ে যাবে।
০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:৫০
মাকার মাহিতা বলেছেন: হা...হা...হা...
৬| ২০ শে জুন, ২০১৯ দুপুর ১২:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব ভালো
০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:৫১
মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ।
৭| ২০ শে জুন, ২০১৯ রাত ১০:২২
মাহমুদুর রহমান বলেছেন: ভালো পোষ্ট।
০৬ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:৫১
মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৯ শে জুন, ২০১৯ দুপুর ২:৩১
মাকার মাহিতা বলেছেন: বিস্তারিত এই লিংকে