নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বঙ্গবন্ধুর নিজ হতে গড়া ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন ছাত্রলীগ আজ নেতৃত্ব সংকটে পড়েছে! বিগত বছরের চেয়ে সাম্প্রতিক সময়ে এই সংকট চরম আকার ধারণ করেছে!
খুন, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সর্বশেষ কেন্দ্রীয় কমিটির সর্বোচ্চ নেতাদের কোটি টাকার দুর্নীতি সহ আরো এহেন অপকর্ম নেই যে তাঁরা কিংবা তাদের নেতাকর্মীরা বাদ দিয়েছে! নেত্রীর হুকুম অমান্য করে তারা এই কাজ করছে। যার বহির্প্রকাশ নেত্রী তাদেরকে গণভবনে ঢুকতে না দেওয়া। সর্বশেষ ভারপ্রাপ্ত নেতা নির্বাচন!
এখন কথা হচ্ছে, এই যে সংকট একদিনে হয়নি, দিনে দিনে যোগ্য নেতার অভাবে ও বঙ্গবুন্ধুর আদর্শ বিবর্জিত নেতার অভাবের কারণে এই সংকট সৃষ্টি হয়েছে। সেজন্যই তো আইনমন্ত্রী নেতা নির্বাচনে বঙ্গবন্ধুর বই পড়ে এক্সাম দিয়ে পাস করে নেতা নির্বাচন করতে বলেছেন। তিনার এই উদ্যোগ সত্যি খুব প্রশংসনীয়।
সর্বশেষ, ছাত্রলীগ তার এই সংকট অচিরেই কেটে উঠুক, দেশনেত্রী শেখ হাসিনা এই দিয়ে সদয় দৃষ্টি দিবেন বলে আশাবাদী।
ধন্যবাদ।
______________
১৯ সেপ্টেম্বর ২০১৯
ঢাকা, বাংলাদেশ।
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:৫৭
হাসান কালবৈশাখী বলেছেন:
বঙ্গবন্ধু মদ জুয়া নিষিদ্ধ করেছিলেন।
জিয়াউর এসে মদ জুয়া চালু করলেন।
একদিনেই মদ চালু হলেও জুয়া সহজে চালু হয় নি। আস্তে আস্তে
প্রথমে লটারি, এরপর হাউজি, তারপর চরকি। এরপর ক্যাসিনো।
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:০২
ঢাবিয়ান বলেছেন: শোভন, রাব্বানী , রাশেদ খান মেমন এর পর কার আবার মুখোষ উন্মোচন হয় সেই আশংকায় আছেন মনে হচ্ছে
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:১৭
রাজীব নুর বলেছেন: ছাত্রলীগ এর দুনিয়া খুব আনন্দময়। প্রচুর ক্ষমতা, প্রচুর টাকা। তাই ছাত্ররা এদিকে ঝুঁকে।
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৪২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ছাত্র রাজনীতি সন্ত্রাসী, চাঁদাবাজ, বেয়াদব ব্যতীত তেমন কিছু দিতে পারেনি বাংলাদেশকে...
©somewhere in net ltd.
১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:২৯
চাঁদগাজী বলেছেন:
শেখ সাহেব জীবনে অনেক কাজেই অদক্ষতার প্রমাণ দিয়েছেন; ছাত্রদের রাজনীতিতে আনা ছিল জাতির ভিত্তিমুলে আঘাত করার সমান।