নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের সকল কথাগুলো যদি আরও গুছিয়ে লেখতে পারতাম...

মাকার মাহিতা

কবি হবো...

মাকার মাহিতা › বিস্তারিত পোস্টঃ

সাম্প্রতিক অভিযান ও আমার কিছু কথা!

২২ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮

ধরুন অপকর্ম করার লাইসেন্স আছে, সরকার উপরে উপরে লোক দেখানো অভিযান করে, ভেতরে ভেতরে মদ, জুয়া, কাসিনোর লাইসেন্স দেয়! সরকার দলের লোক সেখানে যায়, কাসিনো খেলে, মদ ও নারী সব এনজয় করে! আর উপরে উপরে এই সব লোক চক্ষু দেখানোর জন্য নাটক মঞ্চস্থ করে

অন্যদিকে, এই সব ফলাও খবরের আড়ালে না জানি দেশের কি সর্বনাশ না হচ্ছে তা কে জানে? যদি, দলীয় নেতাদের এমন গুপ্তধন বের হয় তবে না জানি যাদের গুপ্তধন আড়ালে আবডালে আছে তাদের পরিমাণ কত হবে সহজেই অনুমেয়!

ধরুন, আপনি চট্টগ্রাম বন্দরে কাস্টমস কর্মকর্তা, কন্টিনের খালাসের জন্য যে মুটা অঙ্কের ঘুষ নেওয়া হয় তাতে ঐ কর্মকর্তা যদি মাত্র ২ মাস কাজ করে তার ঘর নাকি টাকার পাহাড় হয়ে যায়! তাহলে, ঐ কর্মকর্তার মনোরঞ্জনের জন্য ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, মেসেজ সেন্টার, মদ, ক্যাসিনো ইত্যাদি ইত্যাদি দরকার হবে না কি আমার দরকার হবে?

ঐ টাকা খরচ করার জন্য তো থাইল্যান্ড এর মত জায়গা দরকার, যদি তিনি থাইল্যান্ড না যেতে পারেন তবে থাইল্যান্ড এর পাতায় বিচ বাংলাদেশ এ আনতে হতেই পারে! তাই নয় কি?

শুনুন, দেশ ডেভলপ হচ্ছে, এইসব মনোরঞ্জনের জিনিস দরকার আছে?

বিষয় টা ক্লিয়ার?

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:১২

চাঁদগাজী বলেছেন:



বিষটা পরিস্কার আকাশের মত ক্লিয়ার মনে হচ্ছে এখন! নাকি অন্য কোন কিছুর মতো ক্লিয়ার, ভাবতে হবে

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:২৪

রাজীব নুর বলেছেন: ক্যাসিনো থাকা দরকার আছে। এখানে যার টাকা আছে, সে যাবে। তাতে সমস্যা কি? তবে সরকারের কাছে গোপন রেখে নয়।
পৃথিবীর আসল মজাই পাপে।

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:০৯

নীল আকাশ বলেছেন: সবই আই ওয়াশ! দুইদিন পরেই সবাই এইগুলি ভুলে যাবে।

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:৫২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: অবৈধ উপার্জনের অর্থ থাইল্যান্ডের পাতায়া বিচ বা দুবাইয়ে ব্যয় না হয়ে দেশের মধ্যে ব্যয় হচ্ছে এটা কিন্তু আপনার চোখে পড়ছে না ! এতো সহজ (ইজি মানি) অর্থ কোথাও না কোথাও উড়াতে হবেই | ;)

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৪১

রাজীব নুর বলেছেন: এই অভিযানে আমার কোনো ভয় নেই। কারন আমার কোনো কালো টাকা নেই। হে হে
সাদা টাকাও নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.