নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের সকল কথাগুলো যদি আরও গুছিয়ে লেখতে পারতাম...

মাকার মাহিতা

কবি হবো...

মাকার মাহিতা › বিস্তারিত পোস্টঃ

বাংলা মাকে বাচাও

১০ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:১০

রক্ত পিপাসু হায়েনারা
সত্যিই ভারতের দালাল
ওদের নেত্রী দালালদের সর্দার
ভারতের বিপক্ষে কিছুই বলতে নেই
যত পরো দেশের সম্পদ দিয়ে দিই
তাই এই গতকাল আবরার ফাহাদ
ওকে মেরে ওরা জানান দিয়ে গেলো
ভারত তাদের মা, তার বিপক্ষে কিছুই বলতে নেই
বাংলা ওদের মাষী, আগে মা ছিল এখন নাই
সব কিছু উজাড় করে দিয়ে দেই তাই

খবরের ছবিতে আবরার খুনি সুখ হাসি হাসে
ও জানে কিচ্ছু হবে না তার
নেত্রী তার পাশে আছেন
খবর বলছে খুনীর বিচার হবে
ওরে, আমি হলফ করে বলছি
কোন বিচার হবে না
শরীরে না লাগবে একটু আঘাত খুনীদের
ওরা হাসবে, খিলখিলিয়ে হাসতেই থাকবে
ওরা দিব্যি সরৎমরৎ করে ঘুরবে দাপটে
ওরা ধরা ছোয়ার বাইরে
কেন, সেটা জানেন না
বলছি, ওরা দেশরত্নের পরমাত্নীয়
ওরা ছাত্রলীগ, ওরা হায়েনা, নরপিশাচ
ওদের নর খাদক বললেও ভূল হবে না

নুসরাত,তনু,বিশ্বজিত ওদের খুনিরা কই
ওরাই তো তাদের খুনি
নিহতরা প্রতি রাতে এসে কানে কানে বলে যায়
তোমরা ঘুমিয়ে থাকো আর কত
এবার জাগো, গর্জে ওঠো, ওদের অহংকার
ওদের স্পর্দ্ধা রূখে দাও
ওরা যে চরম সীমা লংঘন করছে
বাংলা মাকে বাচাও
ওরা আসে নিরবে আর কাদে
ওদের আত্না অভিষাপ দেবার জন্য আসে
বাংলার প্রতিটি যুবকের কাছেই আসে

সময় এখনো ফুরোয় নি
হোক প্রতিবাদ সকলে
হোক বাংলা মাকে বাচানোর জন্য
আরেকবার মুক্ত যুদ্ধ
এখনই সময়
নয়তো সামনে কি যে অন্ধকার অমানীশা আসে
এই বাংলার সবুজ জমীনে কেবা জানে?


মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫১

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.