নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঐ যে আমার মায়ের আচঁল
শত মমতায় বিছানো থাকে
মায়ের কাছে যত অভিমান
মলিন হয় কথায় তাতে!
ঐ মায়ের কথা শুনে
শত কষ্ট যাই যে ভূলে
মায়ের মতো নিঃশর্ত আদর
আর কোথায় পাবে গেলে?
ঐ যে আমার মা আসে
হাজার ব্যাথা ভুলে থাকে
বলে বাবা কোথায় থাকিস
মাকে দেখে না আসিস?
ঐ মায়ের-ই বুলি শুনে
হৃদয় পটে পুলক লাগে
মায়ের উপর যত রাগ
মূহুর্তেই যাই যে ভূলে।
ঐ মায়ের মতন এমন আদর
কোথায় পাবে বলো?
তাই তো তুমি সারা জীবন
মায়ের আদেশে চলো!
এই ধরাতে মায়ের মতন
নিঃস্বার্থ আদর পাবে কোথায়?
মায়ের মতো দয়ার সাগর
থাকে হেথায় সেথায়?
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:১৫
মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ, কিরমানী লিটন।
২| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:১৫
মাকার মাহিতা বলেছেন: রাজীব নুর, সবসময় আপনাকে পাশে পাই, এজন্য আমি কৃতজ্ঞ।
©somewhere in net ltd.
১| ১২ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:৫৫
কিরমানী লিটন বলেছেন: মায়ের জন্য ভালোবাসা....
কবিতায় মুগ্ধতা।