নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের সকল কথাগুলো যদি আরও গুছিয়ে লেখতে পারতাম...

মাকার মাহিতা

কবি হবো...

মাকার মাহিতা › বিস্তারিত পোস্টঃ

গগন কোনের লাল আভা

০৭ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৫৫



ঐ দেখো ঐ ফাগুন দিনে লেগেছে আগুন
নীল গগনের শুভ্র মেঘের মাঝার দিয়ে
সূর্যি মামা ডুব সাতারে যাচ্ছে চলে
সাঝের মায়া ছিন্ন করে সব পাখির দল
ছুটছে চলে বাটিক পানে সব মাড়িয়ে

লাল আভায় কি মায়া সব বিলিয়ে দেয়
দিনের সকল ক্লান্তি গুলো মিলিয়ে দেয়
দিনের সকল গ্লানি তারা যায় ভুলে যায়
পরের দিনের চলার সকল পাথেয় পায়

হাওয়ায় হাওয়ায় যায় মিলে ঐ পাখির দল
মায়ায় মায়ায় সুখ বিলিয়ে দেয় মেঘের দল
শ্রান্ত দেহে পুবের কোনে চাঁদ উঁকি দেয়
রাতের আভায় সকল ভূবন ভরিয়ে দেয়


---------------------------------------------------------
শরিফগঞ্জ বাজার, জকিগঞ্জ, সিলেট
০৭/০৩/২০২০
(তিন নদীর মোহনার কাছে, ভারতীয় সীমান্ত এলাকায়
ছবি: নিজ কাজে ইলোস্ট্রেটর

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৪৬

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

জকিগঞ্জ থেকে বিশ্বনাথ এর দূরত্ব কত?

২| ০৭ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০৪

মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ।

জকিগঞ্জ থেকে বিশ্বনাথ মোটামুটি আশি কিলোমিটার হবে।

৩| ০৭ ই মার্চ, ২০২০ রাত ৮:৩৪

নেওয়াজ আলি বলেছেন: অপূর্ব শব্দশৈলি, পাঠে মুগ্ধ হলাম।

৪| ০৭ ই মার্চ, ২০২০ রাত ৯:০৯

মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ

৫| ১৯ শে আগস্ট, ২০২০ সকাল ১০:৪১

এস সুলতানা বলেছেন: দীর্ঘদিন সামুতে আসা হয়ে ওঠে না কাজের চাপে। আজ এসে ব্লাগের গেটাপ কেমন এলোমেলো মনে হচ্ছে। কোনো ছবি দেখতে পাচ্ছিনা কোনো ছবি পোস্ট ও করতে পারছিনা। এটা কি আমার কমপিউটারের সমস্যা নাকি ব্লাগের সেটাপের জন্য এমব দেখাচ্ছে কেউ বলবেন কি আমাকে?

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:১৩

মাকার মাহিতা বলেছেন: পিসি সেটাপ দেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.