নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ! এগিয়ে যাচ্ছে পিছেয়ে পড়া জনগনের আর্থ-সামাজিক আবস্থা। এরই ধারাবাহিকতায় আজকে মুজিব বর্ষে তিনি পদ্মা সেতুর সাথে উন্নত সংযোগ কল্পে যাত্রাবাড়ি-মাওয়া, পাঁচচর-ভাঙ্গা জাতীয় মহাসড়ক উদ্বোধন করেন। সত্যিকার অর্থে আপনি যদি সেই একক্সপ্রেস ওয়েতে না যান তবে আপনি বুঝবেন না। উন্তত বিশ্বের সমতুল্য দেশের এই প্রথম সড়ক নির্মান ক্রেডিট শুধুমাত্র মাননীয় প্রধান মন্ত্রীর।
এই ধারাবাহিক কার্যক্রম এবং যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়ন সাধনকল্পে আমি এই সবুজ বাংলার এক নগন্য নাগরিক হয়ে গুগল ম্যাপ ঘাঁটি ও নিজের উন্নয়ন পরিকল্পনা করি। জানি না সরকারের কারও নজরে লাগলে লাগতেও পারে! এরই ধারাবাহিকতায় সরকারের সংশ্লিষ্ট ব্যাক্তির কাছে আমার সবিনয় নিবেদন এই যে যারা পদ্মা সেতু পার হয়ে যশোর দিয়ে বেনাপোল হয়ে কলকাতায় যাবেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ও সর্টকার্ট রাস্তা আমার নজরে পড়লো ।
কিন্তু দুঃখের বিষয় হলো এই রাস্তায় একটি ফেরি পারাপার ব্যবস্থা হয়ে আছে। যা কিনা সময়সাপেক্ষ ব্যাপার। এবং ধীর গতির পরিমাপক। কাশিয়ানির ভাটিয়াপাড়া হয়ে কালনা ফেরি ঘাট। যা কিনা মধুমতি নদীর তীরে। আমার কড়জোর আবেদন যত দ্রুত সম্ভব ভাটিয়াপাড়া হয়ে কালনা হয়ে লোহাগড়া দিয়ে নড়াইল, এই রাস্তা টা চার লেনে উন্নীত করা এবং কালনা ফেরি ঘাটের জায়গায় যথাউপযোক্ত ব্রিজ নির্মান করা দরকার। মাননীয় যোগাযোগ মন্ত্রী যদি এই বিষয়টি জেনে মাননীয় প্রধানমন্ত্রীকে জানাতেন, বেশ উপকৃত হতাম।
***************************
কালনা, কাশিয়ানি, গোপালগঞ্জ
১২/০৩/২০২০ ইং
১২:১২ অপরাহ্ন
১২ ই মার্চ, ২০২০ বিকাল ৪:২১
মাকার মাহিতা বলেছেন: তারা যে দুষ্ট আপনি জানলেন ক্যামনে?
২| ১২ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৪২
নেওয়াজ আলি বলেছেন: Good
১২ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৪৭
মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ।
৩| ১২ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৪২
নেওয়াজ আলি বলেছেন: Good
১২ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৪৮
মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ
৪| ২৪ শে আগস্ট, ২০২৩ সকাল ১১:৩৯
মাকার মাহিতা বলেছেন: এখানে ব্রীজ হয়ে গেছে
©somewhere in net ltd.
১| ১২ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৩৭
রাজীব নুর বলেছেন: গোপালগঞ্জের কাশিয়ানির পোনা গ্রামের লোকজন অতি দুষ্ট।