নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন্টু মিয়া করতো একটা প্রাইভেট জব
ঐ জব টাই ছিল তার ইনকামের সব।
করোনার থাবায় হঠাৎ সেই জবটা গেল
সব কিছু তার হয়ে গেল এলোমেলো!
কিভাবে চলবে এখন সংসার তার
প্রতি বেলায় খায় যে সে বউয়ের মার!
চাকরী সুবাদে নিয়েছিল দুটো ক্রেডিট কার্ড
সব ক্রেডিট ফুরিয়ে এখন বিপছে হার্ট!
ক্যামনে করবে শুধ এই ঋণ ঝামেলা
অন্যদিকে সংসার মাঝে হরেক মেলা!
চোখ রাঙ্গানী কত প্রকার বুঝছে সে
বউ তো নয় জাহান্নামের চক্ষু যে
বাড়ি ভাড়া বাকি তার দুই মাস
বসে বসে করছে তাই হা হুতাশ!
নাই জমি তার বাপ কিংবা শশুর বাটে
ঠিকানা তার ঢাকার এই ভাসা ঘাটে।
ডুকরে কাঁদে কুল পায় না আজ দিশেহারা
করোনার থাবা করলো তাকে সর্বহারা!!!
-----------------------------------------
বাড্ডা, ঢাকা-১২১২
০৭/০৫/২০২০
রাত ০৮.১৯ মিনিট
০৮ ই মে, ২০২০ সকাল ৭:৫৪
মাকার মাহিতা বলেছেন: সত্যিই তাই...!!!
২| ০৭ ই মে, ২০২০ রাত ৮:৫৮
রাজীব নুর বলেছেন: জব না থাকলে নাই। এত হতাশ হওয়ার কিছু নাই।
০৮ ই মে, ২০২০ সকাল ৭:৫৪
মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ রাজীব নুর। শান্তনা দেবার জন্য।
৩| ০৭ ই মে, ২০২০ রাত ১১:২৫
মীর আবুল আল হাসিব বলেছেন:
রাজীব নুর বলেছেন: জব না থাকলে নাই। এত হতাশ হওয়ার কিছু নাই।
সবসময় প্লান বি রেখে দেওয়া উচিত। যেমন: গ্রাজুয়েশন শেষ করার আগে ফ্রিল্যান্সিং জেনে রাখা, ভালো আইএলটিএস স্কোর, কমপক্ষে ২ টা বিদেশি ভাষা ইত্যাদি ইত্যাদি।
অনার্স শেষ করার ক্যারিয়ার নিয়ে ভাবা আর আমড়া গাছ লাগিয়ে আম খাওয়ার চিন্তা করা একই কথা। মানুষ তখন মুমূর্ষ রোগী হয়ে যায়।
এগুলো মাথায় রাখলে ঝামেলা কম।
০৮ ই মে, ২০২০ সকাল ৭:৫৫
মাকার মাহিতা বলেছেন: দারুন ঝামেলাই আছি ব্রো!
©somewhere in net ltd.
১| ০৭ ই মে, ২০২০ রাত ৮:৫৭
মীর আবুল আল হাসিব বলেছেন:
খুবই দুঃখজনক।