নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের সকল কথাগুলো যদি আরও গুছিয়ে লেখতে পারতাম...

মাকার মাহিতা

কবি হবো...

মাকার মাহিতা › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউঃ Thiruttu Payale 2 (The Digital Thief by Goldmines Telefilms)

২১ শে মে, ২০২০ রাত ১০:০৬



তামিল ভাষার থ্রিলার ড্রামা ছায়াছবি। মুক্তি পায় ৩০ নভেম্বর ২০১৭, তামিল থেকে হিন্দি ডাবিং হয় ২০২০ সনের ফেব্রুয়ারীতে।

মূল তারকা তিন জন।
* ববি শিমলা
* প্রসন্ন
* আমলা পাউল

দু বার ছবি টি দেখে আমার ব্যাক্তিগত ভাবে যা মনে হয়েছে..

১। জীবিকার জন্য নিজের জীবনের সবগুলো সময় না দিয়ে নিজের পরিবার তথা বউকে সময় দেওয়া অতিব জরুরী।
২। সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষের দাম্পত্য জীবনে কি বড় বিপদ ডেকে নিয়ে আসে তার উদাহরণ সহ বিশ্লেষণ করা হয়েছে এতে।
৩। গোয়েন্দাগিরি সব সময় ভাল ফল নাও আনতে পারে!
৪। মানুষের কোন কিছুই কোন বিশেষ মানুষের কাছে গোপন নয়। তার মানে, আপনি আমি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ভার্চুয়াল জগতে যা কিছুই করছি না কেন তা কেউ না কেউ মনিটর করছে বা সহজেই করতে পারে।
৫। সর্বপরি, সেরের উপরে সোয়া সের আছে এতে আমি বুঝতে পেরেছি।

আপনাদের মতামত কাম্য।

ধন্যবাদ।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০২০ রাত ১০:২৭

ডার্ক ম্যান বলেছেন: শীঘ্রই দেখার চেষ্টা করবো ।
আমরা কেউ নজরদারির বাইরে নয় ।
বউকে কতটুকু সময় দিবেন সেটা বউ এর উপর নির্ভর করে ।
যে কোন কিছুর অপব্যবহার খারাপ ফল বয়ে আনে

২২ শে মে, ২০২০ রাত ২:৪২

মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ প্রথম মন্তব্যের জন্য!

মুভিটি দেখে আপনার কি অভিমত জানতে চাই?

২| ২১ শে মে, ২০২০ রাত ১০:৪৩

নেওয়াজ আলি বলেছেন: দেখবো এখন।

২২ শে মে, ২০২০ রাত ২:৪৩

মাকার মাহিতা বলেছেন: লিংক দেবো নাকি?

https://www.youtube.com/watch?v=6ym8dyK94i0

৩| ২১ শে মে, ২০২০ রাত ১০:৫৩

রাজীব নুর বলেছেন: মুভিটা মনে হয় দেখেছি।

২২ শে মে, ২০২০ রাত ২:৪৪

মাকার মাহিতা বলেছেন: লিংক

লিংক দিয়ে দিলাম, আবার দেখেন!

৪| ২২ শে মে, ২০২০ ভোর ৫:৫২

রাফা বলেছেন: এতদিনে বুঝলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সবকিছুই প্রকাশিত হয়। সে জন্য ঠিক যতটুকু দরকার তার বেশি ব্যাবহার না করাই বুদ্ধিমান ও বুদ্ধিমতির পরিচয় দেয়া উচিত।

ধন্যবাদ,মা.মাহিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.