নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কষ্টগুলো ফোঁটা হয়ে নিঙরে নিঙরে পরে
তবুও এই তুমি কেন শুয়ে থাকো ঘরে?
আমার জন্যে এই তামাশা কেন করো তুমি?
তোমার কাছে এই আশাটাই কি করেছিনু আমি?
লাজ লেহাজের বালাই মেরে ঘাপটি মেরে থাকো
যৌবন জ্বালায় কুড়ে কুড়ে আমায় কেন মারো?
তোমার এহেন কর্মের মর্মকি তা আমি যেন বুঝি
আমার বুকের দহন জ্বালা কাহার মাঝে খুজি?
শুন্যে দেহে প্রাণের সঞ্চার কেন করোনা তুমি?
তোমার জন্য দিবানিশি ডুকরে কাদি আমি!
হায়রে পাষাণ এমন তুমি দিলে নাই কোন দয়া
আমি কেন জনম নিলাম হয়ে এমন অপয়া???
নিশ্চিন্তপুর ( রাত্র বেলায় )
১১ ফাল্গুন ১৪২৮
২০ শে নভেম্বর, ২০২০ রাত ১২:১৮
মাকার মাহিতা বলেছেন: থ্যাংকস
২| ১৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:২৪
ফয়সাল রকি বলেছেন: সুন্দর।
২০ শে নভেম্বর, ২০২০ রাত ১২:১৮
মাকার মাহিতা বলেছেন: থ্যাংকস
৩| ১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:২১
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।
২০ শে নভেম্বর, ২০২০ রাত ১২:১৯
মাকার মাহিতা বলেছেন: জানি তেমন হয় নাই;
শুভকামনা
৪| ২৬ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:৫৫
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: চমৎকার ভাবনার রং মিশিয়ে অনন্য কাব্যিক বহিঃপ্রকাশ।
১৪ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:২৩
মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১২:০২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লেগেছে।